হোম > ল–র–ব–য–হ

জাপানে কবুতর হত্যায় এক ব্যক্তি গ্রেপ্তার

জাপানে কবুতর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অক্টোবরে রাজধানী টোকিওতে এক ব্যক্তি রাস্তার কবুতরের ঝাঁকের ভেতর গাড়ি চালিয়ে দেন। এতে একটি কবুতর মারা যাওয়ায় গত রোববার (৩ ডিসেম্বর) তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে নেন। রাস্তার ওপর পাখি থাকায় তিনি রেগে গিয়েছিলেন।

টোকিও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযুক্ত ব্যক্তি আৎসুসি ওজাওয়া (৫০) গত মাসে তাঁর গাড়ি দিয়ে একটি মুক্ত কবুতর হত্যা করেছেন। এটি কোনো প্রতিযোগিতা বা শিকারের প্রাণী ছিল না। বন্য প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করায় গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাফিকের সবুজ বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালান এবং রাস্তায় থাকা কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে চালিয়ে নেন।

ইঞ্জিনের শব্দে চমকে ওঠা এক পথচারী পরে এ সম্পর্কে পুলিশকে জানান। 

প্রতিবেদন অনুসারে, টোকিও পুলিশ একজন প্রাণিচিকিৎসকের সহায়তায় কবুতরটির ময়নাতদন্ত করেছে। ময়নাতদন্তে পাখির মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ট্রমাটিক শক’ বা আকস্মিক চাপ।

ওজাওয়া পুলিশকে বলেন, ‘রাস্তা মানুষের জন্য, তাই কবুতরের উচিত ছিল রাস্তা থেকে দূরে থাকা।’ 

গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ বলে, পেশাদার চালক হিসেবে তাঁর আচরণ অত্যন্ত ‘ক্ষতিকর’। 

ঘটনা নিয়ে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটারে) মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ব্যবহারকারী বলেছেন, ‘বাহ্‌! কবুতরকে গাড়ি চাপা দেওয়ার জন্যও মানুষ গ্রেপ্তার হতে পারে?’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘তিনি শুধু গাড়ির হর্ন বাজালেই পারতেন। তবে ইচ্ছাকৃতভাবে হত্যা করাটা সীমা লঙ্ঘন।’

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি