প্রেসিডেন্ট হওয়ার পরে বাইডেনের প্রথম বিদেশ সফর। তাঁর প্রেস টিম হিসেবে যাবেন ডজনখানেক সাংবাদিক। সাংবাদিকেরা ওয়াশিংটন থেকে একটি বিমানে উঠলেন; কিন্তু বিমান উড়ছে না। কারণ অনুসন্ধানে দেখা গেল, ইঞ্জিনের মধ্যে বসে আছে ঝিঁঝিপোকার ঝাঁক; হয়তো এরাও বাইডেনের সফর প্রত্যাশী। তবে এদের কারণে বিমানে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। অনেক চেষ্টার পরেও ঝিঁঝিপোকাদের সরিয়ে গোলযোগ সমাধান করা যায়নি। পরে বাধ্য হয়ে সাংবাদিকেরা অন্য একটি বিমানে ওয়াশিংটন ছাড়েন। ততক্ষণে ৭ ঘণ্টা বিলম্ব; ১৫ জুন রাত ৯টায় নির্ধারিত ফ্লাইট ছাড়ে ১৬ জুন ভোররাত ৪টায়। একই সাথে পণ্ড হয় ঝিঁঝিদের বিদেশ সফর।
প্রতি ১৭ বছর পর সঙ্গমের উদ্দেশ্যে বিপুলসংখ্যক ঝিঁঝিপোকা মাটি থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে মধ্য পশ্চিম পর্যন্ত বিস্তৃত হয়ে উড়ে বেড়ায়। বর্তমানেও ওয়াশিংটনে বিপুল ঝিঁঝিপোকা রয়েছে।
এ ঝিঁঝিপোকা খাওয়ার ফলে বহু পোষা প্রাণীর পেটে অসুখ হয়। উচ্চশব্দে মানুষের কান ঝালাপালা করা ছাড়াও দুষ্টু ঝিঁঝিঁপোকাগুলোর সবচেয়ে বিব্রতকর কর্মকাণ্ড হলো—এরা পথচারীদের গায়ে প্রস্রাব করে দেয়।