যারা শুধুই অতীত কিংবা বর্তমানের দিকে তাকিয়ে থাকে। নিশ্চিতভাবেই তারা ভবিষ্যৎ হারিয়ে ফেলে।
নিজের বেদনাদায়ক অতীতকে যেতে দেওয়া হলো নিজের চমৎকার ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করা।
নিজের বেদনাদায়ক অতীতকে যেতে দেওয়া হলো নিজের চমৎকার ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করা।
অতীত নিয়ে পড়াশোনা করো যদি ভবিষ্যৎ স্বর্গীয় করতে চাও।
অতীত ভোলার শ্রেষ্ঠ উপায় হলো স্থান পরিবর্তন।
অতীত নিয়ে বড়াই স্রেফ শিশুসুলভ মানসিকতা।
মানুষের সমগ্র অতীত তার চেহারায় লেখা থাকে। যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখেই হুড়হুড় করে অতীত বলে দিতে পারে।