হোম > ল–র–ব–য–হ

নিচতলায় বিষধর র‍্যাটল স্নেক, ওপর তলায় বন্দী বাসিন্দারা

বিষধর সাপের তালিকায় র‍্যাটল স্নেক আছে ওপরের দিকেই। স্বাভাবিকভাবেই কারও বাসায় যদি একটি র‍্যাটল স্নেক ঢুকে পড়ে আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক। এমনই অবস্থায় পড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পরিবার।

ঘটনাটি লেক এলসিনরের কাছে অবস্থিত রোসেতা ক্যানিয়নের। ওই বাড়ির বাসিন্দারা বিষয়টি টের পাওয়ার পর ওপর তলায় আশ্রয় নেন এবং দোর আটকে সেখানে নিজেদের বন্দী করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য খবর দেওয়া হয় রায়ান’স র‍্যাটল স্নেক রেসকিউর রায়ান জেসাপকে। সাপ ধরায় বা উদ্ধার করায় সিদ্ধহস্ত এই রায়ান জেসাপ। 

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।

বিভিন্ন ধরনের র‍্যাটল স্নেকের আবাস উত্তর আমেরিকায়। রোসেতা ক্যানিয়নের ওই পরিবারটির বাসায় যে র‍্যাটল স্নেকটা ঢুকে পড়ে সেটা ছিল তিন ফুট দৈর্ঘ্যের একটি রেড ডায়ামন্ড র‍্যাটল স্নেক। 

‘বাড়ির মালিকেরা ওপরের তলায় আটকা পড়েছিলেন। তাঁরা একটি অ্যাপের সাহায্যে দরজা খুলে আমার ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেন সাপটিকে ধরার জন্য।’ লস অ্যাঞ্জেলসের কেটিএলএ-টিভিকে বলেন জেসাপ।

জেসাপ তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ঘরের ভেতরের সিঁড়ি থেকে একটি নলসহ লম্বা চিমটার মতো যন্ত্রের সাহায্যে সাপটিকে সরিয়ে ফেলতে দেখা যায়। 

ধারণা করা হয় ঘরের কুকুরগুলো প্রবেশ করার জন্য যখন দরজা খোলা রাখা হয়েছিল তখন কোনোভাবে সাপটি সবার অগোচরে ঘরের ভেতরে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে কুকুরগুলোর কোনোটিই সাপের কামড় খায়নি।

রেড ডায়মন্ড র‍্যাটল স্নেকের দেখা মেলে দক্ষিণ-পশ্চিম ক্যালিফোর্নিয়া ও বাজা ক্যালিফোর্নিয়ায়। পাথুরে পাহাড়ি এলাকা এবং ক্যাকটাস পরিপূর্ণ পর্বতের পাদদেশ, মরুভূমির প্রান্তের ঝোপ ও গুল্ম এলাকা থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং বেশ কয়েকটি ছোট দ্বীপে এদের দেখা মেলে। সাধারণ গড়ে পাঁচ ফুট লম্বা হয় এ ধরনের সাপ।

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী