হোম > ল–র–ব–য–হ

ছাদে সেঁটে থাকা এক টুকরা আচার, বিক্রি হলো ৬ লাখ টাকায়!

শিল্পকর্ম বেচাকেনা নিয়ে কতো অদ্ভূত ‘অযৌক্তিক’ ঘটনাই তো ঘটে। তাই বলে দেয়ালে সেঁটে থাকা এক টুকরা শসার আচারের ছবি বিক্রি হবে প্রায় ৬ লাখ টাকায়! 

জানা গেছে, ম্যাকডোনাল্ডস চিজবার্গার থেকে আচারের (পিকল) একটি টুকরো নিউজিল্যান্ডের একটি আর্ট গ্যালারির ছাদে সেঁটে দেওয়া হয়েছে। ‘পিকল’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন অস্ট্রেলীয় শিল্পী ম্যাথিউ গ্রিফিন। তিনি শিল্পকর্মটি বিক্রি করেছেন ১০ হাজার নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৩ হাজার ১৩৫ টাকায়। 

অকল্যান্ডে মাইকেল লেট গ্যালারিতে ‘পিকল’ শিরোনামে শিল্পকর্মটি প্রদর্শন করা হয়। ইনস্টাগ্রামে শেয়ার করা শিল্পকর্মটির ছবিতে দেখা যাচ্ছে, আচারের টুকরাটি ছাদে আটকে আছে। বিভিন্ন সসের কারণে সৃষ্ট আঠালো তরলের কারণে সেটি ছাদের কংক্রিটের সঙ্গে লেপ্টে গেছে। 

এই শিল্পকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠছে। কেউ কেউ এটিকে শিল্পমূল্যে বিচার করার যোগ্য বলেই মনে করছেন না। কেউ বলছেন ‘হাস্যকর’। 

এ ব্যাপারে সিডনির ফাইল আর্টসের পরিচালক রায়ান মুর দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, এই কাজের প্রতি মানুষের হাসির প্রতিক্রিয়া ঠিক আছে। কারণ এটি মজার। 

তিনি বলেন, ‘সাধারণত, কাজটি শিল্প কি না সে ব্যাপারে সিদ্ধান্ত শিল্পীরা নেন না—তাঁরা শুধু একটা কিছু তৈরি করেন। শিল্পকর্ম হিসেবে কিছু মূল্যবান এবং অর্থবহ কি না তা হলো আমরা সম্মিলিতভাবে, একটি সমাজ হিসেবে এটি ব্যবহার করতে বা এটি সম্পর্কে কথা বলতে বেছে নিচ্ছি কি না, সেটি।’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু

বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা