হোম > ল–র–ব–য–হ

ছাদে সেঁটে থাকা এক টুকরা আচার, বিক্রি হলো ৬ লাখ টাকায়!

শিল্পকর্ম বেচাকেনা নিয়ে কতো অদ্ভূত ‘অযৌক্তিক’ ঘটনাই তো ঘটে। তাই বলে দেয়ালে সেঁটে থাকা এক টুকরা শসার আচারের ছবি বিক্রি হবে প্রায় ৬ লাখ টাকায়! 

জানা গেছে, ম্যাকডোনাল্ডস চিজবার্গার থেকে আচারের (পিকল) একটি টুকরো নিউজিল্যান্ডের একটি আর্ট গ্যালারির ছাদে সেঁটে দেওয়া হয়েছে। ‘পিকল’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন অস্ট্রেলীয় শিল্পী ম্যাথিউ গ্রিফিন। তিনি শিল্পকর্মটি বিক্রি করেছেন ১০ হাজার নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৩ হাজার ১৩৫ টাকায়। 

অকল্যান্ডে মাইকেল লেট গ্যালারিতে ‘পিকল’ শিরোনামে শিল্পকর্মটি প্রদর্শন করা হয়। ইনস্টাগ্রামে শেয়ার করা শিল্পকর্মটির ছবিতে দেখা যাচ্ছে, আচারের টুকরাটি ছাদে আটকে আছে। বিভিন্ন সসের কারণে সৃষ্ট আঠালো তরলের কারণে সেটি ছাদের কংক্রিটের সঙ্গে লেপ্টে গেছে। 

এই শিল্পকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠছে। কেউ কেউ এটিকে শিল্পমূল্যে বিচার করার যোগ্য বলেই মনে করছেন না। কেউ বলছেন ‘হাস্যকর’। 

এ ব্যাপারে সিডনির ফাইল আর্টসের পরিচালক রায়ান মুর দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, এই কাজের প্রতি মানুষের হাসির প্রতিক্রিয়া ঠিক আছে। কারণ এটি মজার। 

তিনি বলেন, ‘সাধারণত, কাজটি শিল্প কি না সে ব্যাপারে সিদ্ধান্ত শিল্পীরা নেন না—তাঁরা শুধু একটা কিছু তৈরি করেন। শিল্পকর্ম হিসেবে কিছু মূল্যবান এবং অর্থবহ কি না তা হলো আমরা সম্মিলিতভাবে, একটি সমাজ হিসেবে এটি ব্যবহার করতে বা এটি সম্পর্কে কথা বলতে বেছে নিচ্ছি কি না, সেটি।’

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া