হোম > ল–র–ব–য–হ

ট্রাক উল্টে বাড়ি-আঙিনা ভরল মলে

কখনো কখনো হঠাৎ এমন বিচিত্র সমস্যার মুখোমুখি হতে হয়, যা কল্পনায়ও ছিল না কারও। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের দুটি পরিবারের বেলায় এমনটাই হয়েছে। সার পরিবহন করা একটি ট্রাক উল্টে এর ভেতরের তরল মল ছড়িয়ে পড়ে আশপাশের দুটি বাড়িতে। বুঝতেই পারছেন কী দুর্গন্ধময় এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেখানকার বাসিন্দারা।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায়। কানেকটিকাটের পোমফ্রেটের ডিয়ারফিল্ড রোড ও বেম্যান রোডের সংযোগ যেখানে, তার পাশেই অ্যান বেডার্ডের বাড়ি। এই নারী জানান, হঠাৎ বাইরে বিকট একটা শব্দ শুনে ঘটনাটি জানার জন্য ছুটে যান তিনি। বেডার্ড আবিষ্কার করেন যে একটি সারের ট্রাক উল্টে তাঁর প্রতিবেশীর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাঁদের উঠান, প্রতিবেশীর উঠান এবং বাড়ি দুটিতে ছড়িয়ে পড়েছে সার হিসেবে গাড়িতে বহন করা তরল বিষ্ঠা বা মল। 

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। 

‘এটি আক্ষরিক অর্থে বাদামি জলপ্রপাতের মতো ছিল।’ বেডার্ড ডব্লিউভিআইটি-টিভিকে বলেন, ‘হঠাৎ আমরা দেখি ট্রাক থেকে তরল ময়লা বেরিয়ে আসছে। এটি আমাদের সবকিছু প্লাবিত করে ফেলে।’ 

এম প্রভোস্ট নামের একটি প্রতিষ্ঠানের ওই ট্রাকটি। এর মালিকদের একজন দেরি না করে কর্মিবাহিনী নিয়ে হাজির হন পরিস্থিতি সামাল দিতে। অবশ্য এক দিনে এখানকার মল পরিষ্কার করা সম্ভব হয়নি। পরদিনও হাজির হতে হয় তাঁদের।

পোমফের্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ব্রেট শেল্ডন বলেন, মঙ্গলবার সন্ধ্যার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে ট্রাকের চালক সামান্য আহত হওয়া ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি এতে।

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া