হোম > ল–র–ব–য–হ

আবারও ভাইরাল বানরের কাণ্ড

বানরের কাণ্ডকারখানা দেখে মজা পান না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। এই প্রাণীর কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খায় ছেলে বুড়ো সবাই। আর বানরের চুরিবিদ্যার কথা তো কারও অজানা নয়। ভারতের মতো দেশে বানরের সংখ্যা এত বেশি যে এমন ঘটনা অহরহই ঘটে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বানর এক ব্যক্তির ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যাচ্ছে। 

মজার এই ভিডিওটিতে দেখা যায় বানরটি এক লোকের ব্যাগের জিপার খুলে এমন ভাব করছে যেন মনে হচ্ছে সে কিছু খুঁজছে। পরে ব্যাগের আরেকটি জিপার খুলে সেখান থেকে একটি আপেল নিয়ে পালিয়ে যায় সে। 

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ারের পর ভাইরাল হয়। এক লাখ ভিউ ও ছয় হাজার লাইক পায়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটিতে অনেক মজার মজার মন্তব্য করেন। 

ওয়াও আফ্রিকা নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ব্যাগে কি আছে? আমাকে দেখতে দাও......।’ 

এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বানর নিউইয়র্কের হোক বা শিকাগোর, সব বানরই চোর’। 

আরেকজন লিখেছেন, ‘অন্যের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা বানরের পক্ষে কোনো ব্যাপারই না।’ 

সামাজিক গণমাধ্যমগুলোতে প্রায়ই বানরের এমন মজার মজার ভিডিও দেখা যায়। গত মাসে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতের মাথুরার বৃন্দাবনে এক বানর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটের চশমা নিয়ে পালিয়ে যায়। 

ভারতের বন বিভাগ কর্মকর্তা পারভিন কাসওয়ানের টুইটারে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নভনীত চাহাল এবং কয়েকজন পুলিশ একটি ভবনের নিচে দাঁড়িয়ে বানরের কাছ থেকে চশমা ফেরত পাওয়ার চেষ্টা করছেন। 

পাশাপাশি ওই ভিডিওটিতে কয়েকটি বানরকেও আশপাশে দেখা যায়। মজা করার পরে অবশ্য বানরগুলো জেলা ম্যাজিস্ট্রেটের চশমা ফেরত দিয়ে দেয়। 

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু