হোম > ল–র–ব–য–হ

মৃত্যুর ৩০ বছর পর বিয়ে হলো তাদের

শুনতে অদ্ভুত মনে হলেও ঘটনা সত্যি। বর-কনের বিয়ে হলো মৃত্যুর ৩০ বছর পর। ভারতের কেরালা ও কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে এই বিশেষ রীতির চল রয়েছে। রীতি অনুযায়ী এমন দুজনের বিয়ে দেওয়া হয় যাঁরা জন্মের সময়ই মারা গেছেন। মৃত ব্যক্তিদের বিয়ের এই রীতিকে স্থানীয় লোকজন বলে থাকেন ‘প্রেথা কল্যাণম’। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ইউটিউবার অ্যানি অরুণ এই বিশেষ রীতির কথা টুইটারে প্রকাশ করেন। অদ্ভুত এ বিয়ের পাত্র হলেন চান্দাপ্পা আর পাত্রী শোভা। 

মৃত ব্যক্তিদের বিয়ে হলেও আচার-অনুষ্ঠানে কিন্তু কোনো রকম কমতি ছিল না। বিয়ের আগে পাত্রীর বাড়ি গিয়ে পছন্দ করা হয়। পাত্রী যদি বয়সে বড় হয়, সে ক্ষেত্রে সেই বাড়িতে আর বিয়ে দেওয়া হয় না। এরপর বাগদানের জন্য দুই পরিবার একে অপরের বাড়িতে যায়। বিয়ের আগে বর-কনেকে আশীর্বাদ করা হয় সেখানে। 

বিয়ের দিন পাত্র-পাত্রীকে বস্ত্রদানও করা হয়। পাত্রীকে সাজার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়। মৃত ব্যক্তির বিয়ে হচ্ছে বলে পরিবেশ কিন্তু মোটেই দুঃখের থাকে না। পরিবারের লোকেরা বেশ সাজগোজ করেন। বিয়ে শেষ হওয়ার পর খাবার-দাবারের আয়োজন করা হয়। তবে অবিবাহিত এবং শিশুরা এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে না।

 

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু

বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা

দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প

মৃত মায়ের বেশ ধরে তাঁর পেনশনের টাকা তুলছিলেন ছেলে

আদালতে প্রিয় শিল্পীর পরচুলা পরে, গান বাজিয়ে চাকরি হারালেন বিচারক

প্রয়াত মায়ের চিলেকোঠায় পুরোনো কমিক বই, বিক্রি হলো ৯১ লাখ ডলারে

ক্যাটসতাম্বুল: যে শহরে পথের রাজা মানুষ নয়, বিড়াল