হোম > ল–র–ব–য–হ

ভুল করে একজনের অ্যাকাউন্টে আড়াই লাখ ডলার পাঠাল গুগল

গুগলের ভুলে যুক্তরাষ্ট্রের ওমাহার স্যাম কারি নামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার প্রবেশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্যাম কারি ওমাহায় ইউগা ল্যাবের একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আকস্মিক অর্থ পাওয়ার পর স্থানীয় সময় বুধবার গুগলকে ট্যাগ করে এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘গুগল হুট করে আমার ব্যাংক অ্যাকাউন্টে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ ডলার পাঠানোর পর তিন সপ্তাহ পেরিয়ে গেল। এ নিয়ে এখনো তাদের কাছ থেকে কোনো সাড়া পেলাম না। গুগলের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে কি? এরপর তিনি ব্র্যাকেটে লিখেছেন, আপনারা এটা ফেরত না নিতে চাইলেও আপত্তি নেই...।

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাম কারি গুগলের মতো অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের সফটওয়্যারের যাবতীয় সমস্যা খুঁজে বের করে দেওয়ার কাজ করেন।

আরেক গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাম বলেছেন, গুগল এই অর্থ ফেরত চাইতে পারে ভেবে তিনি আপাতত সেগুলো নিজের কাছে রেখে দিয়েছেন। স্যাম চাইলে তা নিজের কাজে ব্যবহার করতে পারতেন। এ বিষয়ে স্যাম আরও জানান, গুগল যদি এখনই তাঁর সঙ্গে যোগাযোগ না করে, তাহলে হয়তো ট্যাক্স এড়ানোর জন্য এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে।

এ ব্যাপারে গুগলের এক কর্মকর্তা এনপিআরকে বলেছেন, ‘সম্প্রতি আমাদের দলটি নিজেদের ভুলের কারণেই ভুল ব্যক্তির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিয়েছে। এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। ভুলটি সংশোধনের জন্য আমরা কাজ করছি।’

গুগল ওই অর্থ ফেরত পেতে আগ্রহ প্রকাশ করেছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

গুগলে এ ধরনের ভুল সচরাচর ঘটে কি না এবং তা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছেন স্যাম। বৃহস্পতিবার বিকেলে স্যাম জানিয়েছেন, ওই অর্থ তাঁর অ্যাকাউন্টেই রয়েছে।

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

ওপর থেকে পড়ল পাখির বিষ্ঠা, ভারতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ম্যাচ বন্ধ

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়