হোম > ল–র–ব–য–হ

কাজে ফাঁকি দিতে ঘুমের ভান ধরে যে ঘোড়া!

অদ্ভুত কাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সুগার নামে একটি ঘোড়া। যখন তার কাজ করতে ভালো লাগে না, তখনই ঘুমের ভান ধরে সে!

জিম রোজ নামে এক ব্যক্তি তাঁর টুইটার অ্যাকাউন্টে ওই ঘোড়ার শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এ হলো সুগার। ওর সঙ্গে পরিচিত হোন। সে রাইড করতে পছন্দ করে না। কাজের সময় শুয়ে পড়ে এবং ঘুমের ভান ধরে। ঘোড়সওয়ারেরা চলে না যাওয়া পর্যন্ত সুগার তার চোখ বন্ধ রাখে!’ 

শেয়ার করার পর থেকে, পোস্টটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এটি প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। আর রিটুইট হয়েছে ৫৪ হাজারেরও বেশি। নেটিজেনরা স্পষ্টতই সুগারের মধ্যে তাদের ‘প্রাণী আত্মা’ খুঁজে পেয়েছেন।

রিটুইটে একজন লিখেছেন, ‘সুগার, আমার প্রাণীরূপ।’ অন্য একজন বলেছেন, ‘সত্যি বলতে, আমি ঘোড়া হলে এমন হতাম।’ কেউ লিখেছেন, ‘স্মার্ট ঘোড়া।’ আরেকজন রিটুইট করেছেন, ‘ভালো ঘোড়া। আমি চাই ও আমার অফিসে কাজ করুক। আমিও রাইড করতে পছন্দ করি না।’

একজন আবার উদ্বিগ্ন হয়ে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সুগার মারা গেছে। আমি চাই সে উঠুক। ঘোড়ার জন্য শুয়ে থাকা খারাপ। আমি কখনো একটি ঘোড়াকে শুয়ে থাকতে দেখিনি। ভাবতাম, তারা আক্ষরিক অর্থে মারা না গেলে এমন শুয়ে থাকে না।’

যা হোক, রিটুইটে ঘোড়ার সম্পর্কে ভালো জানে এমন অনুসারীরা জানান, ঘোড়ারা আসলে ঘুমাতে শুয়ে থাকে। এ ছাড়া প্রাণী আচরণ বিশেষজ্ঞ ডা. সুসান হ্যাজেলকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ঘোড়া কেবল দাঁড়িয়েই ঘুমায় না। ঘোড়ারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তাদের মধ্যে শুয়ে ঘুমানোর প্রবণতা দেখা যায়।

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী