মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির চাটানুগায় আছে আশ্চর্য এক জলপ্রপাত। এর অবস্থান মাটির ওপরে নয় বরং পাতালের গুহায়। অর্থাৎ আশ্চর্য এই জলপ্রপাত দেখতে হলে আপনাকে ঢুঁ মারতে হবে পাতালরাজ্যে।
ধারণা করা হয়, কোটি কোটি বছর ধরে এভাবে টেনেসির মাটির নিচে পানি ঝরিয়ে যাচ্ছিল জলপ্রপাতটি। তবে মজার ব্যাপার, সাধারণ মানুষ এর কথা জানতে পারে বিশ শতকে।
রুবি ফলস নামের জলপ্রপাতটি যে পর্বতে অবস্থিত, সেটির নাম লুকআউট মাউন্টেন। এই পর্বতের গুহাগুলো আমেরিকার গৃহযুদ্ধের সময় সৈনিকেরা লুকিয়ে থাকার জায়গা হিসেবে ব্যবহার করতেন। এমনকি এর আগেও এসব গুহায় মানুষের আনাগোনা থাকতে পারে। তবে তখন পাতাল জলপ্রপাতটির কথা জানতে পারেনি মানুষ কিংবা দু-চার জন এটা দেখলেও অন্যদের এর গল্প বলেননি।
ল্যামবার্ট তাঁর স্ত্রীর নামে জলপ্রপাতটির নাম রাখেন রুবি ফলস বা রুবি জলপ্রপাত। তেমনি এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন। অল্প সময়ের মধ্যে রুবি ফলস পর্যটকদের নজর কাড়ে। এ সময় এই অঞ্চলের বিভিন্ন গোলাঘরের গায়ে ‘সি রুবি ফলস’ নামের বর্ণিল একটি স্লোগান বেশ জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে একই স্লোগান লেখা বিভিন্ন বিলবোর্ড জলপ্রপাতের দুই পাশে বড় পাশের মোটামুটি ১০০ মাইল পর্যন্ত এলাকায় স্থাপন করা হয়। সবকিছু মিলিয়ে আমেরিকাজুড়ে জলপ্রপাতটি আরও পরিচিতি পায়।
যুক্তরাষ্ট্রে এ ধরনের আরও পাতাল জলপ্রপাতের খোঁজ পাওয়া গেলেও এগুলোর মধ্যে রুবি ফলস সবচেয়ে গভীর ও দীর্ঘতম। ১৪৫ ফুট ওপর থেকে পানির ধারা নেমে আসছে এতে। বৃষ্টি ও ঝরনার পানি জলপ্রপাতের মাধ্যমে নেমে আসে। এতে যেতে হলে পর্যটকদের ঢুকতে হয় পনেরো শতকের একটি আইরিশ দুর্গের রেপ্লিকার মধ্য দিয়ে।
জলপ্রপাতটির কাছে এবং সেখানে যাওয়ার পথে পাথরের বৈচিত্র্যময় সব প্রাকৃতিক কাঠামোর দেখা পাবেন গুহার দেয়ালে ও ছাদে। এগুলো স্ট্যালাগমাইট ও স্ট্যালেকটাইট। এগুলোর কোনো কোনোটিকে আকৃতি অনুযায়ী নানা নামে ডাকা হয়। যেমন—ড্রাগন ফুট বা ড্রাগনের পা, গাধা, পটেটো চিপস ইত্যাদি।
জলপ্রপাত দেখা শেষে লুকাআউট মাউন্টেন টায়ারে উঠতে পারেন। ১৯২০-এর দশকে বানানো টাওয়ারটি থেকে চারপাশের পর্বতমালার চমৎকার দৃশ্য চোখে পড়ে।
কাজেই মার্কিন মুল্লুকের টেনেসি অঙ্গরাজ্যে গেলে রুবি জলপ্রপাতটি দেখার সুযোগ হাতছাড়া করবেন না আশা করি। পাতালের আলো-আঁধারিতে হেঁটে যাওয়া, পাথরের বিচিত্র সব কাঠামো আর সবশেষে প্রপাতের জলে নানা আলোর খেলা দেখা বিচিত্র এক অভিজ্ঞতা স্মৃতিতে নিয়ে ফেরার সুযোগ করে দেবে আপনাকে।
সূত্র: এটলাস অবসকিউরা, সিলভার সান সিকারস ডট কম, উইকিপিডিয়া