হোম > ল–র–ব–য–হ

শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন পেয়েছিলেন হিটলার

ইতিহাসের পাতায় ঘৃণিত ব্যক্তিদের তালিকায় নিশ্চিত ওপরের দিকেই থাকবে অ্যাডলফ হিটলারের নাম। তবে অবাক করা বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার জন্য কুখ্যাত হিটলারই মনোনীত হয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কারের জন্য! তাও আবার বিশ্বযুদ্ধের বছরেই। 

 ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একই বছরের শুরুতে নোবেল কমিটির কাছে এক চিঠিতে হিটলারকে শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেন সুইডিশ পার্লামেন্টের সোশ্যাল ডেমোক্রেটিক মেম্বার এরিক গটফ্রিড ক্রিশ্চিয়ান ব্র্যান্ডট। এই মনোনয়নের চিঠি দেওয়ার ফলে তীব্র সমালোচনার মুখে পড়েন ব্র্যান্ডট। সমালোচনার মুখে ফেব্রুয়ারির ১ তারিখে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। সেদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 

পরবর্তী সময়ে সুইডিশ পত্রিকা সভেন্সকা মর্গনপোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্র্যান্ডট বলেন, কেবল বিদ্রুপ করার উদ্দেশ্যেই হিটলারকে মনোনয়ন দিয়ে কমিটির কাছে চিঠিটি পাঠিয়েছিলেন। চেম্বারলেইনের মনোনয়ন পাওয়াই মূলত খেপিয়ে দিয়েছিল ব্র্যান্ডটকে। এ জন্যই তিনি হিটলারকেও মনোনয়ন দিয়ে চিঠি লেখেন।

১৯৩৯ সালের ২৪ জানুয়ারি সুইডিশ পার্লামেন্টের ১২ জন সদস্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইনকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। এর পক্ষে তাঁরা যুক্তি দেন, চেম্বারলেইন ১৯৩৮ সালের সেপ্টেম্বরে হিটলারের সঙ্গে মিউনিখ চুক্তির মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষা করেছিলেন।

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী