ল–র–ব–য–হ ডেস্ক
শরীরে সানস্ক্রিন লাগিয়ে মেরিন পার্কগুলোতে যাওয়া নিষিদ্ধ করেছে থাইল্যান্ড সরকার। সানস্ক্রিনে অক্সিবেনজোন, অক্টিনোক্সেট,৪-মিথাইলবেনজিলিডিন কর্পূর বা বিউটাইলপ্যারাবেন নামের রাসায়নিক থাকায় এই নিষেধাজ্ঞা। থাই প্রকৃতি সংরক্ষণ বিভাগ বলছে— এসব উপাদান রাসায়নিক লার্ভা ধ্বংস করে, প্রবালের প্রজননে বাধা দেয়।
একই কারণে হাওয়াই এবং প্রশান্ত মহাসগারীয় দ্বীপ পালাউ, বোনেয়ার এবং আরুবাও এমন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এসব এলাকা কোরাল প্রাচীরের জন্য বিখ্যাত। তথ্যসূত্র: গুডনিউজ নেটওয়ার্ক