হোম > ল–র–ব–য–হ

মদ্যপ চালকের কাণ্ড: পুলিশ দেখে কুকুরের সঙ্গে আসন বদলানোর চেষ্টা

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক যুবককে থামতে বলে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে ওই যুবক চালকের আসনে নিজের কুকুরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে অবশ্য গ্রেপ্তার হন ওই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে কলোরাডো পুলিশ। 

পুলিশ জানিয়েছে, নির্ধারিত সীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। গাড়িটি থামিয়ে কাছে যাওয়ার পর দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা দেখতে পান, ওই যুবক চালকের আসন থেকে সরে গিয়ে সেখানে পোষ্য কুকুরকে বসাচ্ছেন। মূলত চালক তাঁর কুকুরের সঙ্গে আসন পরিবর্তন করার চেষ্টা করেন। এ সময় পুলিশ কর্মকর্তা গাড়ির কাছে যান এবং পুরো বিষয়টি দেখেন। 

কলোরাডো পুলিশ আরও জানিয়েছে, ধরা পড়ার পরও ওই যুবক দাবি করেন, গাড়িটি তিনি চালাচ্ছিলেন না। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, মদ পান করেছেন কি না? তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালিয়ে কিছু দূর যাওয়ার পর ওই যুবককে ধরতে সক্ষম হন পুলিশ কর্মকর্তা। 

পরবর্তী সময় ওই যুবকের বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ্রেপ্তারে বাধা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। কারাগারে পাঠানোর আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আর কুকুরটিকে অপর একজনের জিম্মায় দেওয়া হয়েছে। মালিকের কারাদণ্ডের মেয়াদ শেষ হলে কুকুরটিকে আবার তাঁর কাছে ফিরিয়ে দেওয়া হবে। 

কলোরাডো পুলিশ বিষয়টি নিয়ে মজা করে বলেছে, ‘কুকুরটির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তাকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।’

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী