হোম > ল–র–ব–য–হ

চকলেটে তৈরি ‘টাট্টু ঘোড়া’

চকলেট দিয়ে অভিনব সব শিল্পকর্মের জন্য সুপরিচিত পেস্ট্রি শেফ অ্যামাউরি গুইচন। সুইস-ফ্রেঞ্চ এই শেফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুঁ মারলে দেখা যায় তাঁর সৃষ্টির দারুণ সব ছবি ও ভিডিও। গুইচনের সাম্প্রতিক সৃষ্টিতে যুক্ত হয়েছে ইউনিকর্ন সদৃশ আস্ত এক ঘোড়া। 

চকলেট দিয়ে টাট্টু ঘোড়া বানানোর ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গুইচন। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চকলেট রকিং হর্স। চড়তে পারবে, খেতেও পারবে। প্রতিটি শিশুর স্বপ্ন।’ 

গুইচনের ঘোড়ার ভিডিওটি রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে ৮ লাখের বেশি মানুষ দেখেছে এটি। এ ছাড়া মজার সব মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘আপনি সব সময় আমাদের বিস্মিত করে চলেছেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘একটা মানুষের এত ট্যালেন্ট, ভাবা যায় না।’ অন্য একজন লিখেছেন, ‘এটা দারুণ!’ 

এর আগে চকলেট দিয়ে নান্দনিক একটি ফিনিক্স তৈরি করে সাড়া ফেলেছিলেন অ্যামাউরি গুইচন। ফিনিক্স তৈরির ভিডিওতে গুইচনকে দেখা যায় চকলেটের মাস্টারপিসটি তৈরি করতে। যেখানে একেবারে শুরুর ছোট-বড় বিভিন্ন টুকরো থেকে ফিনিক্সের ক্ষুদ্র পালক তৈরি করা পর্যন্ত দেখানো হয়েছে। পরে সেগুলোকে সেট করতে দেখা যায় তাঁকে। সবশেষে অবিশ্বাস্য এ শিল্পকর্মটিতে আকর্ষণীয় রং যোগ করে শেষ ছোঁয়া দেন গুইচন। দারুণ শিল্পকর্মটি করতে তাঁর ৫ দিন সময় লেগেছিল। আর এতে যোগ করা হয় ২ হাজার পিস চকলেটের পালক। 

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া