হোম > ল–র–ব–য–হ

২৭২ কেজি গাঁজা খেয়ে টালমাটাল ভেড়ার পাল

ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার খেত চষে বেড়াচ্ছিল ভেড়ার পাল। একপর্যায়ে তারা না বুঝেই হামলে পড়ে গাঁজার খেতে। প্রায় ২৭২ কেজি গাঁজা খেয়ে টালমাটাল হয়ে পড়ে ভেড়াগুলো। ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ গ্রিসের থেসালিতে।

নিউইয়র্কভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউজউইক’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল ও ঘূর্ণিঝড় ড্যানিয়েলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়েছে গ্রিস। বিনষ্ট হয়েছে বিশাল এলাকার কৃষিজমি। দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যসংকট। এমন পরিস্থিতিতে ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার খেত চষে বেড়াচ্ছে গবাদিপশুর পাল।

গ্রিসের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘাস খুঁজতে গিয়ে গাঁজাখেতের বিরাট অংশ খেয়ে ফেলেছে ভেড়ার পালটি। এরপর শুরু করে অদ্ভুত আচরণ। এসব গাঁজা গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রিসের থেসালিতে বন্যার পানিতে প্লাবিত এলাকায় ভেড়ার পাল চষে বেড়াচ্ছিল। এরপর এগুলো অলমিরোস শহরের কাছে গ্রিনহাউসে ঢুকে পড়ে। ভেড়ার পালটি সেখানকার অন্তত ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে।

খেতের মালিক বলেন, ‘আমি হাসব নাকি কাঁদব—আসলেই জানি না। এমনিতে দাবদাহ ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর যা অবশিষ্ট ছিল তা ভেড়ার পাল ঢুকে সব খেয়ে ফেলেছে। এখন আমি বুঝতে পারছি না আসলেই আমার কী বলা উচিত।’

একজন জানান, হঠাৎ ভেড়ার পালটি অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা এর কারণ বুঝতে পারেননি। পরে অবশ্য গাঁজার খেত খেয়ে ফেলায় বিষয়টি সামনে আসে।

গ্রিসে ২০১৭ সাল থেকে গাঁজা ওষুধ তৈরির উদ্দেশ্যে চাষাবাদ করা বৈধ। তবে ২০২৩ সালে প্রথমবারের মতো ঔষধি গাঁজার খেত উদ্বোধন করে। গ্রিসে চিকিৎসার জন্য গাঁজার চাষ অত্যন্ত প্রয়োজনীয় বলেও সংবাদে জানানো হয়েছে।

এদিকে ১৯৩৬ সালে গ্রিসে গাঁজা নিষিদ্ধ হওয়ার আগে চাষাবাদ ও রপ্তানি করা হতো। ব্রিটেন, জার্মানি, ইতালি, ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই ঔষধি স্বার্থে গাঁজা চাষের অনুমতি দিয়েছে। উরুগুয়ের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কানাডা ৯০ বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে গাঁজাকে সম্পূর্ণরূপে বৈধ করেছে।

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু

বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা