হোম > ল–র–ব–য–হ

ম্যাকডোনাল্ডসের টয়লেটে সন্তান প্রসব, নাম রাখলেন ‘লিটল নাগেট’

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসে রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় এক নারী সন্তান প্রসব করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, গত ২৩ নভেম্বর আটলান্টা হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা অ্যালান্দ্রিয়া ওয়ার্থি ও তাঁর বাগ্‌দত্তা ডিআন্দ্রে ফিলিপস। পথে পেটে চাপ অনুভব করায় ম্যাকডোনাল্ডসে থামেন তাঁরা। এরপর অ্যালান্দ্রিয়া টয়লেটে যান, সেখানে তাঁর প্রসব বেদনা শুরু হয়।

ম্যাকডোনাল্ডসের ম্যানেজার বলেন, ‘ভদ্রমহিলা চিৎকার করে বলছিলেন তাঁর প্রসব বেদনা শুরু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সঙ্গীকে ডেকে দিতে বলছিলেন তিনি। তাঁকে সন্তান প্রসবে সাহায্য করার জন্য আমার দুই সহকর্মীকে পাঠাই।’

তিনি আরও বলেন, ‘আমার একজন সহকর্মী ৯১১ জরুরি সেবা নম্বরে ফোন করেন। আরেকজন হবু বাবাকে সাহায্য করছিলেন, যিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর ছোট্ট মেয়েটি খাবারের দোকানেই জন্ম নিতে চলেছে।’

সদ্য বাবা হওয়া ডিআন্দ্রে ফিলিপস নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ম্যাকডোনাল্ডসের নারীকর্মীরা ওয়ার্থির সামনের দিকে ছিলেন, তাঁর হাত ধরে ছিলেন। আমি ওকে সহায়তা করছিলাম। এবং ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে আমাদের মেয়ের জন্ম হয়।’

ফিলিপস আরও বলেন, ‘আমাদের মেয়ে নন্দী আরিয়াহ মোরেমি ফিলিপসের ডাকনাম রেখেছি “লিটল নাগেট”। মা ও সন্তান উভয়ই ভালো আছে।’ 

এদিকে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক স্টিভ আকিনবোরো জানিয়েছেন, সন্তান প্রসবে সহায়তাকারী কর্মীদের প্রত্যেককে ২৫০ ডলার করে গিফট কার্ড দিচ্ছেন তিনি।

স্টিভ বলেন, ‘আমরা শুধু খাবার পরিবেশন করি না। প্রতিদিনের সুন্দর অনুভূতি এবং মুহূর্তও পরিবেশন করার চেষ্টা করি।’ রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় সন্তান প্রসবের ঘটনাটি নিজের টিমের জন্য দারুণ অনুভূতির প্রতীক বলেও জানান তিনি।

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী