হোম > ল–র–ব–য–হ

দিনমজুর থেকে মডেল, ভাইরাল নেট দুনিয়ায়

দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল তিনি। কী এমন হলো যে হঠাৎ ৬০ বছর বয়সী এক দিনমজুরকে নিয়ে নেট দুনিয়ায় টানাটানি শুরু হলো? 

আগেই বলা হয়েছে মাম্মিক্কা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। ফটোশুটে মাম্মিক্কা একটি স্যুট পরেছিলেন এবং সে সময় তাঁর হাতে একটি আইপ্যাড দেখা যায়। মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। 

শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেছিলেন, যা খুব মিলে গিয়েছিল মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে। ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য ফটোশুটের প্রস্তাব আসতে থাকে একের পর এক। 

সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। 

মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তাঁর সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা। 

মাম্মিক্কা বলেছেন, তিনি তাঁর সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন। 

মাম্মিক্কা তাঁর অত্যাশ্চর্য লুকের জন্য প্রচুর মন্তব্যও পাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, সুযোগ কখন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তা কারও জানা নেই। তাই সুযোগ এলে তা কাজে লাগানো উচিত। আবার অনেকের দাবি, এই সবটাই মেকআপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। এই দুইয়ের শক্তির ফলেই আজ মাম্মিক্কা দিনমজুর থেকে মডেলিং করার সুযোগ পাচ্ছেন। 

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া