হোম > ল–র–ব–য–হ

দিনমজুর থেকে মডেল, ভাইরাল নেট দুনিয়ায়

দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল তিনি। কী এমন হলো যে হঠাৎ ৬০ বছর বয়সী এক দিনমজুরকে নিয়ে নেট দুনিয়ায় টানাটানি শুরু হলো? 

আগেই বলা হয়েছে মাম্মিক্কা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। ফটোশুটে মাম্মিক্কা একটি স্যুট পরেছিলেন এবং সে সময় তাঁর হাতে একটি আইপ্যাড দেখা যায়। মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। 

শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেছিলেন, যা খুব মিলে গিয়েছিল মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে। ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য ফটোশুটের প্রস্তাব আসতে থাকে একের পর এক। 

সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। 

মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তাঁর সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা। 

মাম্মিক্কা বলেছেন, তিনি তাঁর সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন। 

মাম্মিক্কা তাঁর অত্যাশ্চর্য লুকের জন্য প্রচুর মন্তব্যও পাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, সুযোগ কখন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তা কারও জানা নেই। তাই সুযোগ এলে তা কাজে লাগানো উচিত। আবার অনেকের দাবি, এই সবটাই মেকআপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। এই দুইয়ের শক্তির ফলেই আজ মাম্মিক্কা দিনমজুর থেকে মডেলিং করার সুযোগ পাচ্ছেন। 

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে