হোম > ল–র–ব–য–হ

বাড়িতে ঢুকে পড়ল ৮ ফুট লম্বা এক কুমিরসদৃশ প্রাণী 

বাড়ির ভেতরে অনাহূত এক অতিথিকে দেখে চমকে উঠলেন এক নারী। বাধ্য হয়ে ফোন দিলেন জরুরি সেবা ৯১১-তে। ওই অতিথি আট ফুট লম্বা এক অ্যালিগেটর। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। 

এ তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে। 

মেরি হলেনবেক নামের ওই নারী জানান, ভেনাস এলাকায় তাঁর গ্র্যান্ড পাম কমিউনিটির বাড়ির সামনের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান। 

‘আমি ভেবেছিলাম এলাকায় নতুন কেউ ভুলে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে।’ বলেন হলেনবেক, ‘চেয়ার থেকে নেমে এগোলাম আমি, উদ্দেশ্য তার ভুলটা ধরিয়ে দেওয়া।’ 

হলেনবেক জানান, যখন শব্দের উৎস কে তা জানতে পারলেন, তখন মাথায় দুটো চিন্তা আসে। একটি হলো, ‘হায় ঈশ্বর! আমার বাড়িতে একটা অ্যালিগেটর চলে এসেছে।’ আর দ্বিতীয়টি, ‘কীভাবে আমি এর থেকে মুক্তি পাব।’ 

হলেনবেক তারপর ৯১১-এ ফোন করলেন। তারপর সারাসোটা কাউন্টির কয়েকজন ডেপুটি শেরিফ ও ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তাদের মিলিত প্রচেষ্টায় ৭ ফুট ১১ ইঞ্চির অ্যালিগেটরটিকে বাড়ি থেকে বের করে নেওয়া সম্ভব হয়। 

ওই নারী জানান, অ্যালিগেটরটি নিশ্চিতভাবেই কাছের কোনো পুকুর থেকে এসে তার বাড়ির দরজা দিয়ে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে। 

‘রাস্তা পেরিয়ে আমার বাড়িতে আসতে তাকে কেবল দুই গজ দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু কেউ তাকে দেখেনি, এটি খুবই আশ্চর্যজনক।’ বলেন হলেনবেক।

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া