এখন পর্যন্ত পৃথিবী থেকে তোলা চাঁদের সবচেয়ে স্পষ্ট ছবি এটি। চাঁদের ৫০ হাজার ছবি, ভিডিও একত্র করে এই ছবিটি প্রস্তুত করা হয়েছে। ত্রিমাত্রিক এই ছবিতে চাঁদের এক চতুর্থাংশ স্পষ্টভাবে দেখা যায়। এই দুঃসাধ্য কাজটি সম্ভব করেছে মাত্র ১৬ বছর বয়সী এক তরুণ।
ভারতের পুনের বিদ্যা ভবন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র প্রথমেশ জাজু। সে একজন অপেশাদার জ্যোতির্বিদ এবং আলোকচিত্রী। চলতি বছরের ৩মে রাত ১টা থেকে ৫টা পর্যন্ত প্রথমেশ চাঁদের এ ছবিগুলো তোলে, ভিডিও করে। পরে ৪০ ঘণ্টা সময় নিয়ে সে এই ছবি, ভিডিওকে এক সুতোয় গাঁথে। মোট ১০০ গিগাবাইট মূল ছবি প্রসেসিং করে চূড়ান্তভাবে পাওয়া এ ছবির রেজ্যুলেশন দাঁড়ায় ৬০০ মেগাবাইট। অবশ্য প্রসেসিংয়ের সময় রেজ্যুলেশন বেড়ে ১৮৬ গিগাবাইট হয়েছিল।
জ্যোতির্বিদ্যা বিষয়ক আর্টিকেল ও ইউটিউব ভিডিও দেখে এ ধরনের ছবি তোলা শিখেছে প্রথমেশ। জ্যোতির্বিদ্যার ওপর উচ্চশিক্ষা গ্রহণ করে একজন জ্যোতির্বিজ্ঞানী হওয়ার ইচ্ছে তাঁর। তবে তাঁর শখ—জ্যোতির্বিদ্যার ওপর ফটোগ্রাফি চালিয়ে যাওয়া।
সূত্র-টাইমস অব ইন্ডিয়া