হোম > ল–র–ব–য–হ

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

দক্ষিণ আফ্রিকায় একটি বানর সতর্ক-সংকেত দেওয়া অ্যালার্মটি চালু করে দেয়। ছবি: পিক্সাবে

দক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।

এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।

নিরাপত্তা সংস্থা এমআই৭ ন্যাশনাল গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, বড়দিনের পরের দিন নর্থডেল এলাকার একটি বাড়ি থেকে তাদের কন্ট্রোল রুমে একাধিক প্যানিক অ্যালার্ম সিগন্যাল বা বিপৎসংকেত পাওয়া যায়।

‘ধারণা করা হয়েছিল যে গ্রাহক হয়তো কোনো বিপদে পড়েছেন, তাই সঙ্গে সঙ্গে কয়েকটি ইউনিট ওই বাড়িতে পাঠানো হয়,’ পোস্টটিতে বলা হয়, ‘প্রথম দলটি পৌঁছানোর পর, গ্রাহক জানান যে একটি বানর তাদের বাড়িতে ঢুকে একটি রিমোট নিয়ে গেছে, যেখানে প্যানিক বাটন ছিল। আর বানরটা ওটা টিপে দিয়েছে।’

বানরটি রিমোট নিয়ে পালিয়ে যায়, আর কোম্পানি ক্রমাগত প্যানিক সিগন্যাল পেতে থাকে যতক্ষণ না বানরটি রিসিভারের রেঞ্জের বাইরে চলে যায়।

পোস্টে আরও লেখা হয়, ‘অসাধারণ এক ঘটনায়, গ্রাহক নিরাপত্তাকর্মীদের বানরটিকে ধরতে না পাঠানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ বানরটিকে তার লুট করা জিনিস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।’

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু

বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা

দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প

মৃত মায়ের বেশ ধরে তাঁর পেনশনের টাকা তুলছিলেন ছেলে

আদালতে প্রিয় শিল্পীর পরচুলা পরে, গান বাজিয়ে চাকরি হারালেন বিচারক

প্রয়াত মায়ের চিলেকোঠায় পুরোনো কমিক বই, বিক্রি হলো ৯১ লাখ ডলারে

ক্যাটসতাম্বুল: যে শহরে পথের রাজা মানুষ নয়, বিড়াল