জ্যামাইকার সন্তান উসাইন বোল্ট ঘণ্টায় ৩০ মাইল বেগে ছোটেন। ১০০ মিটার স্প্রিন্টারে সময় নিয়েছেন বিশ্ব রেকর্ড ৯ মিনিট ৫৮ সেকেন্ড। ২০০ মিটার, ৪ × ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডও তাঁরই মুঠোয়। সদ্য অবসরপ্রাপ্ত এই স্প্রিন্টারকে নিয়েই ল-র-ব-য-হ'র আজকের আয়োজন।