হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

বরখাস্ত করে কর্মীদের আবার ডাকছে টুইটার

প্রযুক্তি ডেস্ক

গত শুক্রবার টুইটার প্রায় অর্ধেক জনবল ছাঁটাই করেছে। টুইটার অধিগ্রহণের পর থেকেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা বলে আসছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ভারতে টুইটারের মার্কেটিং এবং কমিউনিকেশনস বিভাগের সমস্ত কর্মীকে ছাঁটাইয়ের মতো সিদ্ধান্তও বাস্তবায়ন করে ফেলেছেন। 

তবে বরখাস্ত করা কিছু কর্মীকে আবার কাজে ফিরতে বলছে টুইটার। গতকাল রোববার একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে বরখাস্তকৃত ডজনখানেক কর্মীকে আবার কাজে যোগ দিতে বলছে টুইটার। 

টুইটার বলছে, অনেককে ভুলভাবে বরখাস্ত করা হয়েছে। আবার কারও ক্ষেত্রে বরখাস্তের সিদ্ধান্তটি তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে। তাঁদের আরও কিছু সময় দেওয়া দরকার। যাদের কাজে ফিরতে বলা হয়েছে, তাঁরা বেশ অভিজ্ঞ এবং দক্ষ। টুইটার নিয়ে ইলন মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তাঁদের প্রয়োজন বলে মনে করছে টুইটার ম্যানেজমেন্ট। 

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর ছাঁটাই করেছেন কোম্পানিটির উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ৫০ ভাগ কর্মী। কোম্পানিটির কর্মীসংখ্যা ছিল প্রায় ৭ হাজার ৫০০ জন। এত সংখ্যক কর্মীকে একসঙ্গে ছাঁটাই নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তাতে কর্ণপাত করছেন না ইলন মাস্ক। মূলত কোম্পানির আর্থিক ক্ষতি কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

টুইটারে এমন গণ ছাঁটাইয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডোরসি। গত শনিবার সাবেক কর্মীদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক