হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ওয়েব সংস্করণ আনল স্ন্যাপচ্যাট, প্রতিদ্বন্দ্বিতার মুখে জুম

সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য প্ল্যাটফর্মগুলো থেকে স্ন্যাপচ্যাট কিছুটা আলাদা ছিল। তাদের অ্যাপটি শুধু মোবাইল ডিভাইসের জন্যই ছিল। কিন্তু গতকাল সোমবার প্রতিষ্ঠানটি ওয়েব সংস্করণ আনার ঘোষণা দেয়। এতে ভিডিও শেয়ারিং ও ভিডিও কল সেবাদাতা প্রতিষ্ঠানটি বলা যায় হালের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমকে বড় চ্যালেঞ্জ দিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মোবাইল ডিভাইস ও ওয়েব সংস্করণের মধ্যে সুবিধা অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ করে দিতেই ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সংস্করণ এনেছে স্ন্যাপচ্যাট। কিন্তু এর মধ্য দিয়েই নতুন প্রতিদ্বন্দ্বী ঘোষণা করল প্রতিষ্ঠানটি। আর তা হলো, করোনা মহামারির মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠা জুম।

স্ন্যাপচ্যাটের জনপ্রিয় ফিচারগুলোর একটি হচ্ছে ভিডিও কল। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, প্রতি মাসে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ১০ কোটির বেশি ভিডিও কল হয়। এসব কলে সর্বোচ্চ ১৫ জন একসঙ্গে অংশ নিতে পারে। এখন ওয়েব সংস্করণ চালুর মধ্য দিয়ে এই ফিচার আরও বেশি জনপ্রিয় হবে বলে তারা আশা করছে।

ঠিক একই আইডিয়া নিয়ে কাজ করে করোনা মহামারির মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে জুম। গত দুই বছরে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন দরকারি সভা-সেমিনার ইত্যাদি জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে হয়েছে। হোম অফিস অনেকটা সহজ করে দিয়েছিল জুমের মতো প্ল্যাটফর্মগুলো। এবার স্ন্যাপচ্যাট মাঠে নেমে তাদের বড় চ্যালেঞ্জ জানাল। 

এই প্রতিযোগিতায় স্ন্যাপচ্যাট অনেক পরে প্রবেশ করলেও তারা জুম থেকে কিছুটা এগিয়েই থাকবে। কারণ, জুমে কোনো কনফারেন্স কল শুরুর ক্ষেত্রে বা ওয়ান-টু-ওয়ান কলের ক্ষেত্রেও আগে জুমে অ্যাকাউন্ট খুলতে হয়। স্ন্যাপচ্যাট সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম হওয়ায় তারা বিপুলসংখ্যক ব্যবহারকারী এমনিতেই পাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক