হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

যে কারণে বন্ধ করা হয়েছিল অ্যালেক্সি নাভালনির স্ত্রীর এক্স অ্যাকাউন্ট

কারাগারে রহস্যজনকভাবে মারা যাওয়া পুতিন সমালোচক অ্যালেক্সি নাভালনির স্ত্রীর এক্স অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল। স্বামীর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই তাঁর অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যায়।

গতকাল সোমবার প্ল্যাটফর্মটিতে নাভালনির স্ত্রী ইউলিয়া একটি মুক্ত রাশিয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন।

রাশিয়ার কারাগারে অ্যালেক্সি নাভালনির মৃত্যু নিশ্চিত করার পরই এমন ঘোষণা দেন তাঁর স্ত্রী। এরপর আজ মঙ্গলবার বিকেল থেকেই তাঁর অ্যাকাউন্ট অন্য ব্যবহারকারীরা আর দেখতে পাচ্ছিলেন না।

ইউলিয়ার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ থাকার বিষয়ে এক্স থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সিস্টেমের ভুলে অ্যাকাউন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্ল্যাটফর্মের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা অপব্যবহার ও স্প্যাম ভেবে ভুলবশত ইউলিয়ার অ্যাকাউন্টটি আমাদের নীতির লঙ্ঘন করেছে বলে ধরে নিয়েছিল। ভুলের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকাউন্ট সচল করেছি। আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা হালনাগাদ করছি।

এক্সের বিধিমালা অনুসারে, স্প্যাম বা সহিংস কিছু পোস্ট করা হলে বা অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে থাকলে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।

স্বামী নাভালনির রাজনৈতিক প্রচারণার পুরো সময়টাই আড়ালে ছিলেন স্ত্রী ইউলিয়া। স্বামীর মৃত্যুর পর গতকাল সোমবার এক্স প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলেন তিনি।

একই দিন একটি ভিডিও পোস্ট করে ইউলিয়া অভিযোগ করেন, রুশ কর্তৃপক্ষ তাঁর স্বামীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করার আগে শরীর থেকে প্রাণঘাতী নার্ভ এজেন্ট নোভিচকের আলামত উধাও হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ক্রেমলিন বলেছে, অভিযোগটি ভিত্তিহীন এবং তাঁর মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।

আবেগঘন ভিডিও বার্তায় ইউলিয়ার কণ্ঠস্বর শোক ও ক্রোধে কাঁপতে শোনা যায়। তাঁর ভিডিও বার্তাটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অ্যাকাউন্ট খোলার পরপরই এক লাখের বেশি ফলোয়ার পেয়েছেন ইউলিয়া।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক