হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ট্যাবে হোয়াটসঅ্যাপের লেআউটে আসছে পরিবর্তন

প্রযুক্তি ডেস্ক

ট্যাবে হোয়াটসঅ্যাপের লেআউটে পরিবর্তন আনছে মেটা। ট্যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে দুটো প্যানেলের ইন্টারফেসের সুবিধা পাবেন ইউজাররা। শিগগিরই এই পরিবর্তন আসতে যাচ্ছে।  

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ওয়াবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, ট্যাবে হোয়াটসঅ্যাপের লেআউট পরিবর্তনের কথা ভাবছে মেটা। সাধারণত ট্যাবে হোয়াটসঅ্যাপ চালু করলে স্ক্রিন জুড়ে থাকে চ্যাটবক্স। সেটারই পরিবর্তন হতে চলেছে। বদলে অনেকটা ডেস্কটপ বা ল্যাপটপ অর্থাৎ ওয়েব ভার্সানের লেআউট যুক্ত হতে চলেছে। সেক্ষেত্রে স্ক্রিনের একপাশে থাকবে সমস্ত চ্যাট কনট্যাক্ট। আর অন্যদিকে সেই চ্যাটবক্স খোলা থাকবে যেখানে ইউজার চ্যাট করবেন। ইউজারদের মধ্যে যাঁরা বড় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাঁদের এই নতুন ফিচার চালু হলে সুবিধা হবে। 

সম্প্রতি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিশেষ এক আপডেট এনেছে মেসেজিং প্ল্যাটফর্মটি। নতুন এই আপডেটের ফলে ভিডিও কলে পাওয়া যাবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের শেষ দিকে নতুন এই ফিচার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন অন্য কোনো অ্যাপ চালু করলে ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও কল চলাকালীন অন্যান্য কাজ করার সুযোগ পাওয়া যাবে। সব আইওএস ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনো পৌঁছায়নি। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের সঙ্গে এই ‘পিআইপি’ ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

এর আগে, সর্বোচ্চ ১০০ ছবি ও ভিডিও পাঠানোর সুবিধাও আনে হোয়াটসঅ্যাপ। আগে, একসঙ্গে সর্বোচ্চ ৩০ টি ছবি ও ভিডিও পাঠানো যেত হোয়াটসঅ্যাপে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই অপারেটিং সিস্টেমেরই ব্যবহারকারীরা পাবেন। তবে নতুন এ সুবিধা পেতে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করে নিতে হবে। সম্প্রতি, ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য গুণগতমান বজায় রেখে ছবি পাঠানোর সুবিধা আনে হোয়াটসঅ্যাপ।

গত জানুয়ারিতে হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুবিধা নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। চ্যাটে ভয়েস নোট পাঠানোর মতো করে পোস্ট করা যাচ্ছে ভয়েস স্ট্যাটাস। তবে আপাতত বেটা টেস্টাররাই এই ফিচার ব্যবহার করতে পারছেন।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক