ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওয়াজসিকি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিশ্বের বৃহত্তম অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের নেতৃত্বে দীর্ঘ নয় বছর ধরে আছেন সুসান। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে তিনি পদত্যাগের কথা বলেছেন।
এদিকে ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নীল মোহন নতুন সিইও হবেন বলেও জানিয়েছেন সুসান।
পদত্যাগের কারণ হিসেবে ৫৪ বছর বয়সী সুসান বলেছেন, ‘পরিবার, স্বাস্থ্য এবং ব্যক্তিগত প্রকল্পগুলোর প্রতি মনোযোগ’ দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছে।
২০১৪ সালে ইউটিউবের সিইও হওয়ার আগে সুসান সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিজ্ঞাপন পণ্যের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
গুগলের একেবারে প্রথম দিকের কর্মী সুসান। প্রায় ২৫ বছর ধরে অ্যালফাবেটের সঙ্গে আছেন তিনি।
গুগলে যোগ দেওয়ার আগে সুসান ওয়াজসিকি ইন্টেল এবং বেইন অ্যান্ড কোম্পানিতে কাজ করেছেন।