হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

টুইটারে ভিডিওর ‘ভিউ কাউন্ট’ সুবিধা বন্ধ হচ্ছে

প্রযুক্তি ডেস্ক

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে টেক্সট পোস্ট করার পাশাপাশি অনেকে ভিডিও পোস্ট করেন। সম্প্রতি সর্বোচ্চ ২ ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধাও চালু হয়েছে এই প্ল্যাটফর্মে। পোস্ট করা ভিডিও কতজন দেখেছেন, তা ব্যবহারকারীকে জানার সুযোগ দিতে কয়েক মাস আগে ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করে টুইটার। তবে এবার এই সুবিধা বন্ধের পথে হাঁটছে প্ল্যাটফর্মটি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে টুইটার কিছু না জানালেও প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ ও আইওএস অ্যাপে ভিডিওর দর্শকসংখ্যা দেখা যাচ্ছে না। তবে টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। টুইটারে ভিডিওর দর্শকসংখ্যা কম হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটারে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাচ্ছেন। গত ১৮ মে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা টুইটে এ ঘোষণা দেন প্ল্যাটফর্মটির মালিক ও সাবেক সিইও ইলন মাস্ক। তবে ভিডিওর সাইজ সর্বোচ্চ ৮ জিবি হতে পারবে।  

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী টুইটে ইলন মাস্ক লেখেন, ‘টুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রাইবাররা এখন থেকে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন (৮ জিবি)!’ আগে সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা গেলেও এখন এই সীমা বেড়েছে। তবে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররাই পাচ্ছেন এই সুবিধা। আগে দীর্ঘ ভিডিও শুধু ওয়েব সংস্করণ থেকেই আপলোড করা যেত। তবে এখন থেকে আইওএস অ্যাপ থেকেও তা সম্ভব হবে।

এদিকে, অ্যাপে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে টুইটার। ফলে অ্যাপটিতে কোনো ভিডিও চালু করে নিউজফিড স্ক্রল করলে তা বন্ধ হয়ে যাবে না। ভিডিওটি স্ক্রিনের এক কোণে দেখা যাবে।

টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টুইটারে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালু হলে টুইটারের নিউজ ফিড সহজেই স্ক্রল করার সময়ই স্ক্রিনের এক কোণে ভিডিও দেখা যাবে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক