হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

৬ ঘণ্টায় ক্ষতি ৭০০ কোটি ডলার, অবস্থান হারালেন জাকারবার্গ

সার্ভারে সমস্যার কারণে বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে এ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের মোট সম্পদের কমপক্ষে ৭০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এতে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায়ও তিনি পিছিয়ে পড়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সোমবার শেয়ারবাজারে ফেসবুকের শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ৯ শতাংশ, যা গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হিসাব করলে অন্তত ১৫ শতাংশ কম। এতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ গত সোমবার ৫ শতাংশ বা ৭০০ কোটি ডলার কমে ১২ হাজার ৯০ কোটি ডলারে পৌঁছেছে। ফলে ব্লুমবার্গের বিলিয়নিয়ারদের তালিকায় ৪ নম্বর থেকে ৫ নম্বরে নেমে এসেছেন তিনি। আর ৫ থেকে ৪ এ ওঠে এসেছেন বিল গেটস।

এ ছাড়া, ১৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত জাকারবার্গের সম্পদের পরিমাণ ১৫ শতাংশ বা ১ হাজার ৯০০ কোটি ডলার কমেছে। ১৩ সেপ্টেম্বর তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৪ হাজার কোটি ডলার।

সরাসরি আর্থিক ক্ষতি ছাড়াও চাপে রয়েছে ফেসবুক। ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউজেন সম্প্রতি কোম্পানিটির কিছু ভেতরের খবর ফাঁস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটি সমাজের স্বার্থের চেয়ে মুনাফাকে প্রাধান্য দেয়, ইনস্টাগ্রাম কিশোরীদের মানসিক স্বাস্থ্যর জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি। মূলত এর পর থেকে জাকারবার্গের সম্পদ কমতে শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক