হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

বিবিসিকে ‘সরকারি মিডিয়া’ বলল টুইটার 

প্রযুক্তি ডেস্ক

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করেছে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও একই কথা লিখেছে টুইটার কর্তৃপক্ষ। এরই মধ্যে বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলেছে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে, টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি। 

এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসাবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না। তবে হটাত কেন মিডিয়া সংস্থা গুলোর প্রোফাইলে এমন পরিবর্তন করা হলো সেই বিষয়ে টুইটার এখনো কিছু জানায়নি। 

এদিকে, নিউইয়র্ক টাইমসের ব্লু টিক সরিয়ে নিয়েছে টুইটার। ব্লু টিকের জন্য অর্থ দিতে অস্বীকৃতি জানায় নিউইয়র্ক টাইমস। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাওয়ের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক টাইমসের পাশাপাশি হোয়াইট হাউস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলেস টাইমের পক্ষ থেকেও টুইটারের ব্লু টিকের জন্য কোনো অর্থ খরচ না করার কথা জানানো হয়েছে। তবে হোয়াইট হাউসের ব্লু টিক এখনো দেখা গেলেও নিউইয়র্ক টাইমসের ব্লু টিক মুছে ফেলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক