হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার পদ্ধতি

প্রযুক্তি ডেস্ক

বিশ্বের জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত ও অফিশিয়াল নানারকম যোগাযোগ রাখেন গ্রাহকেরা। তাই অ্যাকাউন্ট সুরক্ষা রাখা গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভেরিফিকেশনের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। বর্তমানে অধিক সুরক্ষার জন্য অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থা ব্যবহার করে থাকেন।

টু স্টেপ ভেরিফিকেশন করার পদ্ধতি:

  • আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
  • ডান দিকে ওপরে তিনটি ডট মেনু বাছাই করুন।
  • অ্যাকাউন্ট সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে এনেবল করে দিন। এখানে আপনাকে ছয় ডিজিট পিন দিতে হবে। আপনি চাইলে নিজের ইমেইল হোয়াটসঅ্যাপের সঙ্গে সংযুক্ত করতে পারেন।
  • এবার 'নেক্সট’ বাছাই করুন।
  • ইমেইল কনফার্ম করে 'সেভ’ করে দিন।

প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশনের পর কখন পিন প্রয়োজন হবে আপনার? লগ ইনের সময় ছাড়াও হোয়াটসঅ্যাপ প্রতি সাত দিন অন্তর আপনার কাছে পিন চাইবে।

আরেকটি বিষয়, পিন ভুলে গেলে কী করবেন? হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে নিজের ইমেইল যুক্ত করুন। এর ফলে কোন কারণে নিজের অ্যাকাউন্টের পিন ভুলে গেলে তা রিকভার করতে পারবেন। এটি নিচের পদ্ধতি অনুসরণ করে করতে হয়।
হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ফরগট পিন সিলেক্ট করে সেন্ড ইমেইল সিলেক্ট করুন। এবার ইমেইলে কনফার্ম সিলেক্ট করুন। সব শেষ হোয়াটসঅ্যাপে 'ফরগট পিন' সিলেক্ট করে 'রিসেট' করুন।

এভাবে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। পাশাপাশি নিজের ইমেল যুক্ত করে ভেরিফিকেশন পিন ভুলে গেলেও শুধুমাত্র নিজের ইমেইল যুক্ত করে ঝামেলামুক্ত থাকতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক