হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপের ‘ডিজঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারের মেসেজও রাখা যাবে

প্রযুক্তি ডেস্ক

প্রাপকের কাছে পৌঁছানোর পর মেসেজ মুছে যাওয়ার ফিচারই হলো ‘ডিজঅ্যাপেয়ারিং মেসেজ’। তবে এই ফিচারে নতুন একটি সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা চাইলে এখন থেকে তাঁদের ‘ডিজঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারের মেসেজ রেখে দিতে পারবেন। তবে ঠিক কোন কোন মেসেজ প্রাপক রাখতে পারবেন, তা ঠিক করে দেওয়ার ক্ষমতা থাকবে শুধু বার্তা প্রেরকের হাতে। নতুন এই ফিচারের নাম ‘কিপ ইন চ্যাট’।

এক ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘ডিজঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারের মাধ্যমে মেসেজ পাঠালে তা স্থায়ীভাবে থাকে না। তবে এখন থেকে ব্যবহারকারীরা চাইলে দরকারি তথ্য ‘কিপ ইন চ্যাট’ সুবিধার মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। তবে এটি নির্ভর করবে বার্তা প্রেরকের ওপর। বার্তা সংরক্ষণ করা হলে বার্তা প্রেরক তা জানতে পারবেন।

এদিকে কোনো পণ্য কেনার পর চ্যাটের মধ্যেই মূল্য পরিশোধের সুবিধা এনেছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবার প্রয়োজন হবে না বিক্রেতা ও ক্রেতার। পণ্য পছন্দের পর পেমেন্ট অপশনে ক্লিক করলেই সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে।

প্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা পেতে ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপের ‘পেমেন্ট’ নামের নতুন টুল। অন্য অ্যাপে গিয়ে বা কোনো লিংকে ক্লিক না করে হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে নতুন এই সুবিধার ফলে। প্রাথমিকভাবে ব্রাজিলে এ সুবিধা চালু করা হয়েছে।

ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো টুলটির মাধ্যমে পেমেন্ট গেটওয়ের সহায়তা ছাড়াই অর্থ সংগ্রহ করতে পারবে। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবা ব্যবহারে অতিরিক্ত খরচ করতে হবে না প্রতিষ্ঠানগুলোর।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক