হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

সরকারের অনুরোধে ইনস্টাগ্রামে ‘মুসলিম নিউজ’ পেজে ভারতীয়দের প্রবেশ বন্ধ করল মেটা

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতে মুসলমানদের সংবাদভিত্তিক জনপ্রিয় ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ বন্ধ করেছে মেটা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইনস্টাগ্রামে জনপ্রিয় মুসলিম পেজ ‘@Muslim’—এ ভারতী ব্যবহারকারীরা আর প্রবেশ করতে পারছেন না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা জানিয়েছে, আইন অনুযায়ী কনটেন্ট সীমিত করতে ভারত সরকারের অনুরোধে তারা এই পদক্ষেপ নিয়েছে। ৬৭ লাখ ফলোয়ারের এই পেজে ঢুকতে গেলে এখন ভারতের ব্যবহারকারীদের একটি বার্তা দেখাচ্ছে। তাতে লেখা, ‘এই অ্যাকাউন্টটি ভারতে দেখা যাচ্ছে না। কারণ, আমরা একটি আইনি অনুরোধ মেনে কনটেন্ট সীমিত করেছি।’

পেজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আমির আল-খাতাহতবেহ জানিয়েছেন, ভারতের ফলোয়ারদের কাছ থেকে তিনি শত শত বার্তা ও ইমেইল পেয়েছেন। তারা কেউ পেজটি দেখতে পারছেন না। তিনি বলেন, ‘মেটা ভারত সরকারের অনুরোধে আমাদের অ্যাকাউন্টটি ব্লক করেছে। এটা নিছক সেন্সরশিপ।’

এই বিষয়ে এএফপি যোগাযোগ করলে মেটা কোনো মন্তব্য করেনি। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা উল্লেখ করে বলেন, স্থানীয় আইন ভঙ্গ করে এমন কিছু থাকলে তা সরিয়ে নেওয়ার বা সীমিত করার নিয়ম তারা মেনে চলে।

এদিকে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি অভিনেতা ও ক্রিকেটারদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও একই ধরনের সীমাবদ্ধতা আরোপ করেছে ভারত।

এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। এর আগে, গত সপ্তাহের শুরুতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, ভারত সরকার হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফরের মতো বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে। তাঁদের অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয় বার্তা প্রদর্শিত হয়, যেখানে লেখা থাকে, ‘আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট ভারতে প্রদর্শনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক