হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ হলেও ব্যবহারকারী কমেনি

কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করা হলেও ব্যবহারকারীর সংখ্যায় তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছে। বেসরকারি ডেটা ট্রাকিং কোম্পানির তথ্যের ভিত্তিতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত জুলাইতে কানাডা সরকার ডিজিটাল প্লাটফর্মে সংবাদ প্রকাশে নতুন আইন করে। এই আইন অনুযায়ী, গুগল বা ফেসবুক কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ তাদের প্লাটফর্মে প্রকাশ করলে সংবাদ প্রকাশককে তার জন্য অর্থ দিতে হবে। 

নতুন আইনে অসন্তুষ্ট হয়ে মেটা কানাডার সংবাদ ফেসবুকে প্রকাশ বন্ধের পাশাপাশি আগের নিউজের লিংকও মুছে ফেলে। এই পদক্ষেপের ফলে কানাডার সরকারের তীব্র সমালোচনার মুখোমুখি হয় মেটা। 

ডিজিটাল ডেটা বিশ্লেষণ কোম্পানি সিমিলারওয়েব বলছে, আগস্ট মাসের শুরু থেকে মেটা কোম্পানি কানাডার ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করে। তাতেও প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেনি।

আরেকটি ডেটা বিশ্লেষণ কোম্পানি ডেটাডটএআই বলছে, এই প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

গত জুন মাসে কানাডার সংসদে ‘দ্য অনলাইন নিউজ অ্যাক্ট’ পাস করা হয়। কানাডার সংবাদ প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের জন্য এই আইনটি গুগল ও মেটার মতো প্ল্যাটফর্মগুলিকে প্রকাশকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে বাধ্য করে ৷ 

মেটা ও গুগল উভয় কোম্পানি বলছে, এ আইন তাদের ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

মেটা বলছে, সংবাদের লিংকগুলি ফেসবুক ফিডের ৩ শতাংশেরও কম কনটেন্ট তৈরি করে ও কোম্পানির কাছে এর কোনো অর্থনৈতিক মূল্য নেই।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক