হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে যুক্ত হওয়া যাবে ৩২ জন, যেভাবে করবেন

মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার। এখন গ্রুপ কলে একসঙ্গে ৩২ জন অংশ যুক্ত হওয়া যাবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপ কলে বেশ কয়েকটি ফিচার উন্নত করা হয়েছে। এ সুবিধাগুলো বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। 

হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা ভার্সনের ব্লগ ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল ফিচারটিতে ছোট কিছু পরিবর্তন এনেছে। ফোনের স্ক্রিনে আর কল লিংক অপশনটি দেখা যাবে না। এর পরিবর্তে, একের বেশি ব্যবহারকারীকে কল করার ফিচার সম্পর্কিত বার্তা দেখানো হবে। 

এ ছাড়া হোয়াটসঅ্যাপের ভাসমান অ্যাকশন বাটনটির পরিবর্তে প্লাস আইকন যুক্ত করা করা হয়েছে। 

চ্যাটিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আগে গ্রুপ কলে ৩২ জনের মতো একসঙ্গে যুক্ত হওয়া যেত। কিন্তু পরের আপডেটগুলোতে সেই সংখ্যা ১৫–এ নামিয়ে আনা হয়। 

নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা গ্রুপ কলের শুরুতেই ৩২ জন অংশগ্রহণকারী বাছাই করতে পারবেন। 

প্রতিবেদন বলছে, ৩২ জন অংশগ্রহণকারী নিয়ে গ্রুপ কল ও কল ট্যাবে কয়েকটি পরিবর্তন নিয়ে নতুন ফিচারটি শুধু সীমিত সংখ্যক কয়েকটি বেটা টেস্টারেই পাওয়া যাবে। শিগগিরই এটি আরও অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এ ছাড়া হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য ‘অটোমেটিক সিকিউরিটি কোড ভেরিফিকেশন’ নামের একটি ফিচার যুক্ত করা হচ্ছে যা অ্যান্ড্রয়েডের সীমিত কয়েকটি বেটা টেস্টারে পাওয়া যাচ্ছে। 

এ ফিচারের মাধ্যমে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই কোনো বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশনের আওতায় কি না তা ব্যবহারকারীর কোনো হস্তক্ষেপ ছাড়াই যাচাই করে দেখবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘কি ট্রান্সপারেন্সি’। এতে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে। 

গ্রুপ চ্যাট থেকে গ্রুপ ভয়েস কল করবেন যেভাবে 

  • গ্রুপ চ্যাট ওপেন করুন
  • গ্রুপ চ্যাটে ৩৩ বা এর বেশি অংশগ্রহণকারী থাকলে Group call–এ ট্যাপ করুন। সেখান থেকে যাদের ভয়েস কলে যুক্ত করতে চান তাদের সিলেক্ট করুন। এরপর Voice call–এ ট্যাপ করুন।
  • গ্রুপ চ্যাটে ৩২ বা এর কমসংখ্যক অংশগ্রহণকারী থাকলে Voice call–এ ট্যাপ করার পর নিশ্চিত করুন। এখানে শুধু গ্রুপ সদস্যরা গ্রুপ কলে যুক্ত হতে পারবেন। 

CALLS ট্যাব থেকে গ্রুপ ভয়েস কল
হোয়াটসঅ্যাপ ওপেন করে CALLS ট্যাবে ট্যাপ করুন। 
ট্যাপ করুন New call > New group call. 
গ্রুপ কলে যাদের যুক্ত করতে চান কন্টাক্ট থেকে তাঁদের যুক্ত করুন। এরপর Voice call–এর ট্যাপ করুন।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক