ইউটিউব মিউজিকে পডকাস্ট এনেছে টেক জায়ান্ট গুগল। ইউটিউব মিউজিকের হোম স্ক্রিন ও সার্চ প্যানেলে ‘পডকাস্ট’ দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইউটিউব মিউজিকে পডকাস্ট আনার ঘোষণা দিয়েছিল গুগল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা পডকাস্টগুলো ইউটিউব মিউজিকের হোম স্ক্রিনের ডান পাশে ‘সাজেশন’ হিসেবে দেখতে পাচ্ছেন। তবে কোনো ব্যবহারকারী এখনো দেখতে না পেলে সার্চ করলে দেখতে পাবেন। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।
এদিকে ইউটিউব মিউজিকে গান চালু করলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডের সুবিধা চালু করে প্ল্যাটফর্মটি। তবে এই সুবিধা সেটিংস থেকে চালু করে নিতে হবে। আপাতত ফিচারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই ফিচারটি আইওএস অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোর জন্যও চালু হবে বলে জানিয়েছে ইউটিউব।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা পাবেন। নতুন ফিচারটিতে সর্বশেষ চালু হওয়া ২০০টি গান স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়া গানগুলো ইউটিউব মিউজিকের প্লে-লিস্টে পরে আর দেখা যায় না। গত ফেব্রুয়ারিতে নতুন এই ফিচার প্ল্যাটফর্মে আনার কথা জানিয়েছিল ইউটিউব মিউজিক।
সম্প্রতি ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর ঘোষণা দেয় ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।