হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ইউটিউব মিউজিকে এখন শোনা যাবে পডকাস্ট

প্রযুক্তি ডেস্ক

ইউটিউব মিউজিকে পডকাস্ট এনেছে টেক জায়ান্ট গুগল। ইউটিউব মিউজিকের হোম স্ক্রিন ও সার্চ প্যানেলে ‘পডকাস্ট’ দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইউটিউব মিউজিকে পডকাস্ট আনার ঘোষণা দিয়েছিল গুগল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা পডকাস্টগুলো ইউটিউব মিউজিকের হোম স্ক্রিনের ডান পাশে ‘সাজেশন’ হিসেবে দেখতে পাচ্ছেন। তবে কোনো ব্যবহারকারী এখনো দেখতে না পেলে সার্চ করলে দেখতে পাবেন। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।

এদিকে ইউটিউব মিউজিকে গান চালু করলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডের সুবিধা চালু করে প্ল্যাটফর্মটি। তবে এই সুবিধা সেটিংস থেকে চালু করে নিতে হবে। আপাতত ফিচারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই ফিচারটি আইওএস অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোর জন্যও চালু হবে বলে জানিয়েছে ইউটিউব।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা পাবেন। নতুন ফিচারটিতে সর্বশেষ চালু হওয়া ২০০টি গান স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়া গানগুলো ইউটিউব মিউজিকের প্লে-লিস্টে পরে আর দেখা যায় না। গত ফেব্রুয়ারিতে নতুন এই ফিচার প্ল্যাটফর্মে আনার কথা জানিয়েছিল ইউটিউব মিউজিক।

সম্প্রতি ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর ঘোষণা দেয় ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক