হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

১৫০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলবে টুইটার 

প্রযুক্তি ডেস্ক

যেসব অ্যাকাউন্টে এক বছরের বেশি সময় লগইন করা হয়নি বা কোনো টুইট করা হয়নি সেগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। এমন ১৫০ কোটি অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। অ্যাকাউন্টগুলো মুছে গেলে নতুন ব্যবহারকারীরা টুইটারে নিজেদের পছন্দমতো ইউজার নেম ব্যবহারের সুযোগ বাড়বে। 

মাস্ক বলেন, ‘অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হলে অনেক ইউজার নেম আবার ব্যবহারের উপযুক্ত হবে। অ্যাকাউন্টগুলো থেকে অনেক বছর ধরেই কোনো কার্যক্রম দেখা যায়নি। তাই এগুলো মুছে ফেলাই স্বাভাবিক প্রক্রিয়া।’

এর আগে আরেক টুইটে মাস্ক বলেন, ‘টুইটার থেকে বর্তমানে প্রচুর স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলা হচ্ছে। ফলে ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যা কমে যেতে পারে। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে নিয়মিত বিজ্ঞাপন দেখছেন এমন ২৩ কোটি ৭৮ লাখ ব্যবহারকারীকে ‘সক্রিয় ব্যবহারকারী’ হিসেবে শনাক্ত করেছে টুইটার কর্তৃপক্ষ। 

এর আগে মাস্ক টুইটার থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত নভেম্বরে তিনি জানান, যেসব অ্যাকাউন্ট এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় সেগুলো মুছে ফেলা হবে। তবে এটি এখনো অস্পষ্ট যে ঠিক কত দিন ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট মুছে ফেলা হবে। 

এর আগে টুইটারে নতুন ব্যবহারকারীর সংখ্যা অন্য যে কোনো সময়ের চেয়ে বাড়ছে বলে জানিয়েছিলেন মাস্ক। গত ২৬ নভেম্বর এক টুইটে তিনি জানান, ১৬ নভেম্বরের আগের সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখের বেশি ব্যবহারকারী নতুন করে যুক্ত হয়েছে টুইটারে। ২০২১ সালের একই সপ্তাহের থেকে যা প্রায় ৬৬ শতাংশ বেশি।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক