হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ইলন মাস্ক কি নতুন ফোন আনছেন 

প্রযুক্তি ডেস্ক

অ্যান্ড্রয়েড আর অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন স্মার্টফোন আনবেন কি না সে প্রসঙ্গে প্রথমবারের মতো তাঁর মন্তব্য জানালেন ইলন মাস্ক। ব্যবহারকারীদের ধারণা ‘টেসলা পাই’ অথবা ‘টেলনফোন’ নামের স্মার্টফোন নিয়ে এর মধ্যেই কাজ শুরু করেছে ইলন মাস্ক। 

গত ২৬ নভেম্বর ‘লিজ হুইলার শো’ এর উপস্থাপক লিজ হুইলার এক টুইটে লেখেন, ‘অ্যাপল এবং গুগল যদি তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারকে বাদ দিয়ে দেয় তাহলে ইলন মাস্কের উচিত হবে নিজের স্মার্টফোন তৈরি করা। সেটি হলে দেশের অর্ধেক জনগণ আনন্দের সঙ্গে পক্ষপাতদুষ্ট আইফোন এবং অ্যান্ড্রয়েডকে ত্যাগ করবে। মাস্ক মঙ্গল গ্রহে যাওয়ার রকেট বানিয়েছেন, সেহেতু সাধারণ স্মার্টফোন বানানো তো তার জন্য সহজই হওয়ার কথা, তাই না?’ 

একই দিনে টুইটটির জবাবে ইলন মাস্ক লেখেন, ‘আশা করছি নিজের স্মার্টফোন ব্র্যান্ড চালু করব না কখনো। তবে যদি আর কোনো উপায় না দেখতে পাই, তবে সেদিকেই পা বাড়াতে হবে।’ 

ইলন মাস্কের কাছ থেকে রিপ্লাই পেয়ে টুইটারে অনলাইন ভোট চালু করে হুইলার। পোলে স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে করে জিজ্ঞেস করা হয় তাঁরা ‘টেলনফোন’ কিনবেন কিনা। পোলে ১ লাখ ৩০ হাজারের কিছু বেশি ব্যবহারকারী ভোট করেছেন। যার ৫১ দশমিক ২ শতাংশ ব্যবহারকারী ভোট করেছেন কেনার পক্ষে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক