হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

নতুন নিয়মে ফেসবুক মেসেঞ্জারে সন্তান কী করছে দেখতে পারবেন বাবা-মা

ফেসবুক মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে সন্তান কী করছে তার বিস্তারিত জানতে পারবেন বাবা-মা। এ উদ্দেশ্যে উল্লেখিত অ্যাপগুলোর মূল কোম্পানি মেটা নতুন একটি ‘পেরেন্টাল ফিচার’ চালু করতে যাচ্ছে। 

ইনস্টাগ্রামের কথাই ধরা যাক—সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে চাইলেই সন্তানের বিষয়ে সব তথ্য সংগ্রহ করতে পারবেন বাবা-মা। সন্তানকে কারা ফলো করছে, তাঁদের মধ্যে পরিচিত কেউ আছে কি না, সেটাও জানা যাবে। এ ছাড়া অপরিচিত কারও সঙ্গে সন্তান কী কথা বলছে, সে বিষয়েও তথ্য পাওয়া যাবে। 

মেটা জানিয়েছে, ফেসবুক ইনস্টাগ্রামের রিলের মতো শর্ট ভিডিওগুলোতে সন্তানেরা কী কী বিষয় দেখতে পারবে তা-ও নির্ধারণ করে দিতে পারবেন তাদের বাবা-মা। 

নতুন নিয়মের আওতায়, কারও সন্তান যদি গভীর রাতে মেটার অ্যাপগুলোতে প্রবেশ করে, তবে তার বাবা-মাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এসব অ্যাপে সন্তান কার কার সঙ্গে যোগাযোগ করছে, তাও জানা যাবে। এ ছাড়া সন্তানের ব্যবহৃত অ্যাপের সেটিংসেও প্রবেশ করতে পারবেন বাবা-মা। 

বাবা-মায়েরা এভাবে দেখতে পারবেন কে তাঁদের সন্তানদের সঙ্গে কথা বলতে পারে এবং কে পারে না। সন্তান কাউকে রিপোর্ট করলেও বাবা-মাকে তা জানানো হবে। 

মেটার এই ফিচারগুলো ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হয়ে গেছে। পর্যায়ক্রমে সব দেশেই এই ফিচার চালু করা হবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক