হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

টিকটকে যুক্ত হচ্ছে গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড 

প্রযুক্তি ডেস্ক

গণিত, বিজ্ঞানের ভিডিও দেখতে ব্যবহারকারীরা সাধারণত ইউটিউবেই ভরসা রাখেন। আর ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে প্ল্যাটফর্মে নিয়মিতই বিভিন্ন সুবিধা আনছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এরই ধারাবাহিকতায় এবার টিকটকে যুক্ত হচ্ছে গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটকে প্রবেশের পর হোমপেজে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’ নামের দুটি ফিড দেখতে পান ব্যবহারকারীরা। ‘ফলোয়িং’ ফিডে মূলত ব্যবহারকারীরা যাদের ফলো করেন, তাদের ভিডিও দেখতে পান। ‘ফর ইউ’ ফিডে ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। এবার এই দুটি ফিডের পাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) ভিডিওর আলাদা ফিড রাখতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। 

যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা শিগগিরই অ্যাপের হোমপেজে নতুন এই ফিড পাবেন। তবে সব বিজ্ঞান ও প্রযুক্তির ভিডিও এই ফিডে জায়গা পাবে না। টিকটক জানিয়েছে, ভিডিওগুলোকে কিছু যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এর আগে, ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি আলাদা ভিডিও ফিড যুক্ত করে টিকটক। ফিডগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ, ফুড ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খাবারের ভিডিওগুলো দেখা যাবে। নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ভিডিও ফিড টিকটকের হোমপেজের ‘ফলোয়িং’এবং ‘ফর ইউ’ ফিডের পাশে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিডগুলোয় ক্লিক করে নিজেদের পছন্দের ভিডিও দেখতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক