হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

টুইটারের সোর্স কোড অনলাইনে ফাঁস 

প্রযুক্তি ডেস্ক

টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করেছে এক গিটহাব ব্যবহারকারী। এর সঙ্গে জড়িতদের তথ্য চেয়ে আইনি প্রক্রিয়া নিচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন উদ্ধৃতি দিয়ে সোর্স কোডটি মাইক্রোসফট মালিকানাধীন সফটওয়্যার ডেভেলপমেন্ট ভিত্তিক ওয়েবসাইট গিটহাবে প্রকাশ করা হয়। তবে গিটহাব জানিয়েছে, সোর্স কোডটি টুইটারের অনুরোধের ভিত্তিতে গত শুক্রবার (২৪ মার্চ) সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে টুইটারের অভিযোগের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ার জেলা আদালত গিটহাবকে সোর্স কোড প্রকাশ করা আইডির তথ্য চেয়ে নোটিশ দিয়েছে। যদিও গিটহাব এ ধরনের তথ্য আদালতকে সরবরাহ করেছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি সোর্স কোড কতক্ষণ পর্যন্ত উন্মুক্ত ছিল, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

এদিকে কর্মীদের কাছে টুইটারের শেয়ার বিক্রির প্রস্তাব দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এর জন্য তিনি টুইটারের দাম নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি ডলার। টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। গতকাল শনিবার (২৫ মার্চ) কর্মীদের কাছে ই–মেইল পাঠিয়ে তিনি এই ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের নতুন এ মূল্যমান সবাইকে অবাক করেছে। মাত্র ছয় মাসেরও কম সময় আগে এর দ্বিগুণের বেশি দামে প্ল্যাটফর্মটি কিনেছিলেন মাস্ক। গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। সেই তুলনায় টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। টুইটারের নতুন মূল্যমান মূল্য কমার দিকেই ইঙ্গিত করছে। এ বিষয়ে রয়টার্সের দেওয়া ই-মেইলের কোনো উত্তর দেয়নি মাস্ক।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক