অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারের অ্যাপ সরিয়ে ফেলার হুমকি দিয়েছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি টুইটারে তারা বিজ্ঞাপনের পরিমাণও কমিয়েছে বলে অভিযোগ করেছেন ইলন মাস্ক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন পরিকল্পনার জের ধরে অনেক কোম্পানিই টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। একই কারণে অ্যাপলের সঙ্গেও বিরোধ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাস্ক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে টুইটারের আয় অনেক কমেছে। এর পেছনে সমালোচকেরা দায়ী। সমালোচকদের চাপেই বিজ্ঞাপন দাতারা টুইটার থেকে সরে এসেছে।’
এর আগে টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালুর মাধ্যমে টুইটারের আয় বাড়ানোর কথা জানান ইলন মাস্ক। তবে বর্তমানে টুইটারের আয়ের সিংহভাগই বিজ্ঞাপন থেকে আসে বলেও জানান তিনি।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল টুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে টুইটারে বিজ্ঞাপনের পেছনে ৪ কোটি ৮ লাখ ডলার খরচ করেছে অ্যাপল।
গত বছর অ্যাপ স্টোর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘পারলার’ অ্যাপ স্থগিত অ্যাপল। কারণ হিসেবে অ্যাপল জানিয়েছিল, প্ল্যাটফর্মটি ঘৃণাবাচক বক্তব্য অপসারণে যথেষ্ট কাজ করেনি। পরে নীতিতে পরিবর্তন আনে পারলার। ফলে অ্যাপলের অ্যাপ স্টোরে আবার জায়গা পায় অ্যাপটি।