হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ভিডিওর ভিউর ওপর ভিত্তি করে টাকা দেবে মেটা 

প্রযুক্তি ডেস্ক

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিল থেকে কনটেন্ট নির্মাতাদের ভিউর ওপর ভিত্তি করে অর্থ প্রদানের পরিকল্পনা করছে মেটা। এ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। নতুন এই সুবিধার ফলে ভিডিওতে বিজ্ঞাপন দেখানো ছাড়াই আয় করতে পারবেন নির্মাতারা।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে পাল্লা দিতে এই পদক্ষেপ নিয়েছে মেটা। গত মঙ্গলবার (৯ মে) এক বিবৃতিতে মেটা জানিয়েছে, রিলের ভিডিওগুলোর জন্য নির্মাতাদের অর্থ প্রদানের জন্য নতুন একটি মডেল পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। মেটা ধারণা করছে, নতুন এই সুবিধার ফলে নির্মাতারা আরও ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে।

এদিকে, রিলস ও স্টোরিজ বিভাগে অগমেন্টেড রিয়্যালিটি বা এআর প্রযুক্তির বিজ্ঞাপন দেখাতে কাজ করছে মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান রিলস ও স্টোরিজ সেকশনে নিজেদের পণ্যের অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ব্যবহারকারীরাও সেগুলো ভার্চ্যুয়ালি পরখের সুযোগ পাবেন। এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুযোগ নিয়ে আসে স্ন্যাপচ্যাট। বলা হচ্ছে স্ন্যাপচ্যাটকে পাল্লা দিতে ফেসবুক রিলস ও স্টোরিজে অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন দেখাবে মেটা।

মেটা জানিয়েছে, ফেসবুক রিলসে নতুন প্রযুক্তির বিজ্ঞাপন সুবিধা চালুর জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ‘কল টু অ্যাকশন’ নামের একটি বাটনও তৈরি করা হয়েছে। বাটনটিতে বিজ্ঞাপনের থাম্বনেইল, শিরোনাম, পণ্যের বিবরণ এবং ওয়েবসাইটের লিংক যুক্ত করা যাবে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক