হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

টুইটারে ফিরছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো

প্রযুক্তি ডেস্ক

টুইটারে আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। বিজ্ঞাপন পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনও। টুইটারে প্রতি বছর বিজ্ঞাপন দিতে আমাজন খরচ করবে ১০০ কোটি মার্কিন ডলার।

স্কাই নিউজের এক প্রতিবেদনে জানা যায়, টুইটার প্রধান ইলন মাস্ক এরই মধ্যে জানিয়েছেন—অ্যাপলও তাদের বিজ্ঞাপন আবার পুরোপুরিভাবে দেওয়া শুরু করেছে।

এই বছরের প্রথম ত্রৈমাসিকে টুইটারের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা ছিল অ্যাপল। এ সময়ে টুইটারে বিজ্ঞাপনের জন্য ৪ কোটি ৮০ লাখ ডলার খরচ করেছে অ্যাপল। তবে নভেম্বর থেকেই টুইটারে বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ কমিয়ে দেয় এই টেক জায়ান্ট কোম্পানিটি। অ্যাপল গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে আনুমানিক ১ লাখ ৩১ হাজার মার্কিন ডলার। যেখানে ১৬ থেকে ২২ অক্টোবর টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছিল ২ লাখ ২০ হাজার ডলারের কিছু বেশি।

মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই বিজ্ঞাপন থেকে টুইটারের আয় কমেছে। টুইটারে কর্মী ছাঁটাই, ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধিসহ নানা কারণে বিজ্ঞাপনদাতারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া থেকে সরে আসে। জেনারেল মিলস এবং আমেরিকার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডির মতো প্রতিষ্ঠানগুলো টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে।

সম্প্রতি ইলন মাস্ক স্বীকার করেন টুইটারের আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবে এখন আমাজন আর অ্যাপলের আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত টুইটার প্রধানের জন্য নিশ্চিতভাবেই ফিরিয়ে এনেছে স্বস্তি।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক