হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

টুইটারে আপলোড করা যাবে ২ ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও

প্রযুক্তি ডেস্ক

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ব্লু টিক সাবস্ক্রাইবাররা এখন থেকে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। গত ১৮ মে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা টুইটে এ ঘোষণা দেন প্ল্যাটফর্মটির মালিক ও সাবেক সিইও ইলন মাস্ক। তবে ভিডিওর সাইজ সর্বোচ্চ ৮ জিবি হতে পারবে।  

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী টুইটে ইলন মাস্ক লেখেন, ‘টুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রাইবাররা এখন থেকে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন (৮ জিবি)!’ আগে সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা গেলেও এখন এই সীমা বেড়েছে। তবে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররাই পাচ্ছেন এই সুবিধা। আগে দীর্ঘ ভিডিও শুধু ওয়েব সংস্করণ থেকেই আপলোড করা যেত। তবে এখন থেকে আইওএস অ্যাপ থেকেও তা সম্ভব হবে।

এদিকে গত ১২ মে টুইটারের মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানটির শীর্ষ বিজ্ঞাপন নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকেই সিইও হিসেবে বেছে নেন। গত বছর ৪৪ বিলিয়ন ডলারে কেনা এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের ভাগ্য পরিবর্তনে এই নারীর উল্লেখযোগ্য ভূমিকা আছে বলে উল্লেখ করেছেন মাস্ক। প্রধান নির্বাহী হওয়ার পর টুইটারকে নতুন রূপ দেওয়ার কথা জানিয়েছেন নতুন সিইও লিন্ডা। টুইটার নিয়ে মাস্কের দূরদর্শী পরিকল্পনায় তাঁর অনুপ্রাণিত হওয়ার কথাও জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এক টুইটে লিন্ডা লেখেন, ‘দীর্ঘদিন ধরেই আমি তার (ইলন মাস্কের) উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার দূরদর্শী পরিকল্পনায় অনুপ্রাণিত। আমি টুইটারে এই পরিকল্পনা আনতে এবং ব্যবসাটিকে একসঙ্গে নতুন রূপ দিতে সাহায্য করতে আগ্রহী।’

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক