চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং টিকটকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। এ ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছে।
এর আগে গত মে মাসে বাইটড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ঝ্যাং ইমিং।
রয়টার্সকে ওই সূত্র জানায়, টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াং রুবো ভিডিও শেয়ারিং সাইটটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এ নিয়ে বাইটড্যান্সের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গতকাল মঙ্গলবার লিয়াং ছয়টি ব্যবসায়িক ইউনিট তৈরি করে বাইটড্যান্সে একটি বড় সাংগঠনিক রদবদল ঘোষণা করেছে। লিয়াং জানিয়েছেন, টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শৌ ঝি চৌ বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করবেন। তিনি টিকটকের ওপর পুরো মনোযোগ দেবেন।