হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

কিশোর-কিশোরীদের ‘সুরক্ষা’ দেবে মেটা 

প্রযুক্তি ডেস্ক

কিশোর-কিশোরীদের অনলাইনে সুরক্ষা প্রদান করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন আপডেট এনেছে মেটা। এখন থেকে ১৬ বছরের কম (কিছু দেশে ১৮-এর কম) বয়সী কিশোর-কিশোরীরা ফেসবুকে কিছু অতিরিক্ত গোপনীয়তা সেটিংস এর সুবিধা পাবে। 

১৬ বছরের কম বয়সী কিশোর–কিশোরীরা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুললেই স্বয়ংক্রিয়ভাবে নতুন এই সেটিংসের সুবিধা পাবে। তবে ইতিমধ্যে যেসব কিশোর-কিশোরী ফেসবুক ব্যবহার করছে, তাদের নতুন গোপনীয়তা সেটিংসটি নিজ থেকে নির্বাচন করে ব্যবহার করতে হবে। 

কিশোর-কিশোরীরা নিজেদের বন্ধুতালিকা, ট্যাগ, ফলোয়ারের তালিকা ইত্যাদি দেখতে পারবে, কারা তাদের পাবলিক পোস্টে কমেন্ট করতে পারবে ইত্যাদি ঠিক করতে পারবে নতুন এই সেটিংসের মাধ্যমে। 

সন্দেহজনক কোনো অ্যাকাউন্ট থেকে আসা মেসেজ থেকেও সুরক্ষা দেবে নতুন এই সেটিংস। সন্দেহজনক অ্যাকাউন্ট বলতে একজন প্রাপ্তবয়স্কের আইডি বোঝানো হচ্ছে, যার বিরুদ্ধে ফেসবুকে ইতিমধ্যেই কোনো অভিযোগ জমা পড়েছে। এসব সন্দেহজনক অ্যাকাউন্টকে কিশোর-কিশোরীদের ফেসবুক আইডি থেকে দূরে রাখবে মেটা। কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম প্রোফাইলে কোনো সন্দেহজনক অ্যাকাউন্ট প্রবেশ করামাত্রই ম্যাসেজ বাটন চলে যাওয়ার সুবিধাও পরীক্ষামূলক অবস্থায় রেখেছে মেটা। 

কিশোর-কিশোরীদের নিরাপত্তায় গত বছর ইনস্টাগ্রামেই প্রথম গোপনীয়তা সেটিংস পরিবর্তন করেছিল মেটা। এ বছর গোপনীয়তা সেটিংস ফেসবুকেও আনার পাশাপাশি ইনস্টাগ্রামেও সেটি আপডেট করা হয়েছে। এ ছাড়া, কিশোর-কিশোরীদের ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়ানো বন্ধ করতে নতুন আপডেট নিয়ে কাজ করছে মেটা।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক