হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

এখন থেকে স্টিকার তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে 

প্রযুক্তি ডেস্ক

বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার দিক থেকে খ্যাত। হোয়াটসঅ্যাপে আগে থেকেই সংরক্ষিত আছে অসংখ্য মজার স্টিকার। এত দিন শুধু তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করে এই স্টিকারগুলো কাস্টমাইজড করা যেত। এখন সেই সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপও। 

অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ এই সুযোগ নিয়ে এসেছে সম্প্রতি। তবে তা মোবাইল অ্যাপে পাওয়া যাবে না। পাওয়া যাবে ওয়েবে। এখন থেকে এর ওয়েব প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী স্টোরেজে সংরক্ষিত ছবি থেকে নিজস্ব স্টিকার তৈরি করতে পারবেন। 

অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, হোয়াটসঅ্যাপ ওয়েবে একজন ব্যবহারকারী যখন টেক্সটের পাশে স্টিকার সিলেক্টর নিয়ে আসবেন, তখন সম্প্রতি ব্যবহার করা স্টিকারগুলোর জন্য ‘ক্রিয়েট’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ সিস্টেম ফাইল থেকে যেকোনো ইমেজ নির্বাচনের জন্য একটি টেক্সট দেখাবে। ইমেজ নির্বাচনের পর অ্যাপের নিজস্ব ইমেজ এডিটরের মাধ্যমে সহজেই তা নিজের মতো করে অদলবদল করা যাবে। এমনকি তাতে কোনো টেক্সট, ইমোজি বা অন্যান্য স্টিকার সহজেই যোগ করা যাবে। 

বলে রাখা ভালো, কাস্টমাইজড করা স্টিকার আপাতত মোবাইলে ব্যবহার করা যাবে না। শুধু ডেস্কটপে ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ওয়েবে এই সুযোগ মিলবে। তবে খুব শিগগিরই মোবাইলেও এ সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। 

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক