হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

বন্ধ হয়ে যাচ্ছে ইনস্টাগ্রামের লাইভ শপিং সুবিধা 

প্রযুক্তি ডেস্ক

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও প্রকাশের সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ‘লাইভ শপিং’ সুবিধা কাজে লাগিয়ে সরাসরি পণ্য বিক্রি করা যায়। তবে ব্যবহারকারীদের কাছে তেমন সাড়া না পাওয়ায় নিজেদের লাইভ শপিং সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ মার্চ থেকে আর পাওয়া যাবে না ইনস্টাগ্রামের লাইভ শপিং সুবিধা। এই সুবিধা ব্যবহার করে নির্বাচিত কনটেন্ট নির্মাতা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অনলাইনে পণ্যের প্রচারণা চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে পর্দায় এক বা একাধিক পণ্য প্রদর্শন করতে পারে। এগুলোতে ক্লিক করে পণ্যের বিস্তারিত তথ্যসহ দাম জানার সুযোগ থাকে। ফলে সহজেই ইনস্টাগ্রাম থেকে প্রয়োজনীয় পণ্য কেনা যায়।

ইনস্টাগ্রাম জানিয়েছে, লাইভ শপিং সুবিধা বন্ধ হলেও লাইভ অপশন ব্যবহার করে যেকোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে ইনস্টাগ্রামে পণ্য প্রদর্শন এবং বিক্রি করতে পারবেন।

সম্প্রতি ‘কোয়াইট মোড’ নামের নতুন এক ফিচার এনেছে ইনস্টাগ্রাম। কোয়াইট মোড ফিচারে সময় নির্ধারণ করে দিলে সেই সময়ের মধ্যে ব্যবহারকারীকে কোনো প্রকারের নোটিফিকেশন পাঠাবে না ইনস্টাগ্রাম।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপের নোটিফিকেশন লুকিয়ে রাখার পাশাপাশি এ সময় ব্যবহারকারীকে কেউ ম্যাসেজ করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বার্তাও পাঠাবে ইনস্টাগ্রাম। ফলে ব্যবহারকারী এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন, তা অন্যরা জানতে পারবেন। সেটিংস থেকে ‘শিডিউল টাইম’ অপশনে প্রবেশ করে সহজেই কোয়াইট মোড ফিচার ব্যবহার করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।

এই ফিচার চালু করলে ব্যবহারকারীদের প্রোফাইলে কোয়াইট মোড বার্তা দেখা যাবে। নির্ধারিত সময় শেষ হলে আবার নতুন নোটিফিকেশন দেখানোর পাশাপাশি কোয়াইট মোড চালু থাকা অবস্থায় আসা সব নোটিফিকেশন বা মেসেজও দেখতে পাবেন ব্যবহারকারীরা।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক