কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানের নাম ট্যাগ করার সুবিধা দিতে সিনেমার অনলাইন তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেইজের (আইএমডিবি) সঙ্গে চুক্তি করেছে শর্টসার্কিট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, ভিডিওনির্মাতারা টিকটক ভিডিওর ক্যাপশনে ‘অ্যাড লিংক’ ক্লিক করে সংশ্লিষ্ট সিনেমা কিংবা টিভি অনুষ্ঠানের লিংক যুক্ত করতে পারবেন। সেই সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠানের শিরোনামের লিংকে ক্লিক করলে নতুন একটি ‘অ্যাপ পেজ’ চালু হবে। সেখানে একই শিরোনামে থাকা টিকটকের অন্য ভিডিওগুলোর তালিকা দেখা যাওয়ারা পাশাপাশি সেই সিনেমা বা টেলিভিশন শো নিয়ে আইএমডিবির দেওয়া বিভিন্ন তথ্য থাকবে।
আইএমডিবিতে ১ কোটি ২০ লাখেরও বেশি সিনেমা এবং টিভি অনুষ্ঠানের ডেটাবেইজ রয়েছে। টিকটক ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলের ‘ফেভারিট ট্যাব’ এ পছন্দের সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানও যোগ করতে পারবেন। আপাতত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরা নতুন এই সুবিধা গুলি পাবেন।
টিকটকের এক মুখপাত্র বলেছেন, ‘টিকটক ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন ফিচার নিয়ে কাজ চলছে।’
এর আগে ‘স্লিপ রিমাইন্ডার’ নামের নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করে টিকটক। এ ফিচার ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানানোর পাশাপাশি ঘুমের পুরোটা সময় (৭ ঘণ্টা) নোটিফিকেশন বন্ধ রাখবে টিকটক। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে।
গত ডিসেম্বরে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধাও চালু করেছে টিকটক। ব্যবহারকারীরা ভিডিওর এক পাশে ‘ফুল স্ক্রিন’ বাটন দেখতে পাবেন। এতে ক্লিক করলেই ভিডিওটি ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারবেন ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছে, ইউটিউবকে প্রতিযোগিতায় পেছনে ফেলতেই নিত্যনতুন ফিচার আনছে টিকটক। গত বছর প্ল্যাটফর্মটি ১০ মিনিট ব্যাপ্তি পর্যন্ত ভিডিও আপলোড করার সুবিধা নিয়ে এসেছে।